নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ জাতীয় সড়কে অজগর উদ্ধারের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছিল৷ শুধু তা-ই নয়, প্রায় দেড় ঘণটা ৮ নম্বর অসম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল৷ রবিবার রাতে পানিসাগর থানাধীন উপ্তাখালি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে অসম-আগরতলা জাতীয় সড়কে একটি অজগর সাপ উদ্ধার হয়েছে৷
রাতে ওই অজগরকে কেন্দ্র করে দু-দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ প্রায় দু-শতাধিক গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে৷ জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, জাতীয় সড়কে অজগর দেখে একের পর এক গাড়ির চালক গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন৷ ফলে, দু-দিকে জ্যাম লেগে যায়৷ এরই মধ্যে পানিসাগর থানায় এ-বিষয়ে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পানিসাগর থানার ওসি সৌগত চাকমা এসআই বিকে ত্রিপুরাকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান৷
জাতীয় সড়কে অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আশপাশে থেকে উৎসাহী গ্রামবাসী সেখানে ছুটে যান৷ দীর্ঘ চেষ্টার পর পানিসাগর থানার ওসির তৎপরতায় অজগরটি ধরতে সক্ষম হয় পুলিশ৷ সৌগতবাবু জানান, অজগরটি পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে রৌয়া অভয়ারণ্যে বন দফতরের কর্মীরা ওই অজগরটিকে ছেড়েও দিয়েছে৷ তবে, জাতীয় সড়কের ওপর অজগরটি কীভাবে এসেছে, সে বিষয়টি এখনও সবাইকে ভাবাচ্ছে৷