নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ দক্ষিণ জেলায় পৃথক স্থানে দুষৃকতি হামলায় সিপিএম’র ১৪ জন কর্মী আহত হয়েছেন৷ তাদের মধ্যে চারজন সিপিএম’র বিভাগীয় কমিটির সদস্য বলে জানা গেছে৷ বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷ শনিবার বীরচন্দ্র মুনতে পার্টি কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিপিএম রাজ্য কমিটি৷ সিপিএম ওই হামলায় ঘটনায় শাসকদল বিজেপিকে দায়ী করেছে৷ এক বিবৃতিতে সিপিএম বলেছে, বিজেপি সমর্থকরা সিপিএম কর্মীদের উপর হামলা করেছে৷
১৯৮৮ সালে কংগ্রেস টিইউজিএস সরকারের সময়ে বিলোনিয়া মহকুমার বীরচন্দ্র মনুতে সিপিআইএম পার্টি অফিস খুলতে গিয়ে এমনই একটি দিনে দুষৃকতিদের হাতে ১৩জন সিপিআইএম কর্মী নিহত হয়েছিলেন৷ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে সিফিএম কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ হয়েছে৷ তাতে অজিত সরকার, গৌতম রিয়াং, গোবিন্দ ত্রিপুরা, উত্তম দে, রত্না দাস, ভানুমতি দাস, সমীর পাল, শ্যামল ত্রিপুরা, সুকুমার নমঃ, সুবোধ মজুমদার, বিশুরাম উচাই এবং সুব্রত দাস সহ আরও দুই জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার মতাইয়ে আজ সন্ধ্যায় সুব্রত দাস আক্রান্ত হন৷ তিনি থানায় মামলা করেছেন৷ তাঁর সাথে আরও দুই সিপিএম পার্টি কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে৷
এদিকে, আহতদের দঃত্রিপুরার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে৷ অবশ্য, তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ সিপিএম আজ অভিযোগ করেছে শাসকদল বিজেপির সমর্থকরা গত তিন দিন ধর করে বিরোধীদের হামলা হুজ্জুতি চালিয়েছে৷ এরই প্রতিফলন আজ প্রকট হয়ে দেখা দিয়েছে৷ সিপিএম অভিযোগ করেছে, বিজেপি সমর্থকরাই সিপিএম পার্টি কর্মীদের উপর হামলা চালিয়েছে৷