BRAKING NEWS

বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সদর জেলা কংগ্রেস আজ রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ মিছিলের অগ্রভাগে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, গোপালচন্দ্র রায়, নেতা সুবল ভৌমিক-সহ জেলাস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শামিল হয়েছিলেন৷


রাজ্যে লোডশেডিং প্রায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ লোডশেডিঙের কবলে পড়ে বিদ্যুৎ ভোক্তাদের নাজেহাল অবস্থা৷ পরিষেবার মান উন্নয়নে বর্তমান সরকার তেমন কোনও উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগের তির ছুঁড়েছে বিরোধী দল কংগ্রেস৷ কংগ্রেস নেতা সুবল ভৌমিকের অভিযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার পরিবর্তে ভোক্তাদের ঘাড়ে অতিরিক্ত মাশুলের বোঝা চাপিয়ে দেওয়ার কৌশল নিয়েছে বর্তমান সরকার৷ এতে মানুষের সমস্যা বাড়বে৷ অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করে নেওয়ার জন্য কংগ্রেসের পক্ষ থেকে জোড়ালো দাবি জানান তিনি৷


এদিকে, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপালচন্দ্র রায় বর্তমান সরকারের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে বালখিল্যপনা বলে কটাক্ষ করেছেন৷ তিনি বলেন, রাজধানী আগরতলা শহরে লোডশেডিং হচ্ছে৷ গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না৷ তিনি সুর চড়িয়ে বলেন, সঠিক পরিষেবা প্রদানে ব্যর্থ বর্তমান সরকার মানুষের ঘাড়ে অধিক করের বোঝা চাপানোর যে কৌশল নিয়েছে তা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী৷ তিনি রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহার করে নিতেও তিনি পরামর্শ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *