BRAKING NEWS

পি চিদম্বরমের জামিনের আর্জি : সিবিআই-কে সুপ্রিম নোটিশ, ১৫ অক্টোবেরর মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): আইএনএক্স মিডিয়া (সিবিআই) মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| চিদম্বরম জামিন পাবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| পি চিদম্বরমের জামিনের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট| আগামী ১৫ অক্টোবরের মধ্যে সিবিআই-কে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট|

তিহাড় জেলে বন্দি কংগ্রেস নেতা পি চিদম্বরম এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টে| কিন্তু, পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট| গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম| দিল্লি হাইকের্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রবীণ এই কংগ্রেস নেতা| জামিনের আবেদনের প্রেক্ষিতেই সিবিআই-কে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *