মুম্বই ৪ অক্টোবর (হি.স.): নির্বাচনে টিকিট না পেয়ে দলীয় প্রার্থীর গাড়ি ভাঙচুর । এবারের নির্বাচনে টিকিটই পাননি ঘাটকোপরের প্রাক্তন বিধায়ক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী প্রকাশ মেহতা | শুক্রবার তাঁর অনুগামীরা রেগে গিয়ে পরাগ শাহ নামে এক বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে ।
মহারাষ্ট্রে বিধানসভা ভোট হবে ২১ অক্টোবর। তার আগে বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে বিজেপিতেও| এবারের নির্বাচনে টিকিটই পাননি ঘাটকোপরের প্রাক্তন বিধায়ক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী প্রকাশ মেহতা | শুক্রবার তাঁর অনুগামীরা রেগে গিয়ে পরাগ শাহ নামে এক বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে । জানা গেছে এদিন বেলা ১১ টা বেজে ১৫ মিনিট নাগাদ পরাগ শাহ মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা। এমন সময় প্রকাশ মেহতার সমর্থকরা তাঁদের গাড়ি থামাতে বাধ্য করে। গাড়ির কাচ ভেঙে দেয়। পরাগ শাহ তখন গাড়ির মধ্যেই ছিলেন। অবশ্য তিনি আহত হননি। প্রকাশ মেহতার সমর্থকরা পরাগ শাহের বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের বক্তব্য, পরাগের ষড়যন্ত্রেই প্রকাশ এবার টিকিট পাননি প্রকাশ মেহতা । প্রাক্তন মন্ত্রীর সমর্থকদের বিক্ষোভে রাস্তা আটকে যায়। তবে পুলিশ হস্তক্ষেপ করে উত্তেজিত জনতাকে হটিয়ে দেয়।