BRAKING NEWS

চাকা বন্ধের কবলে অসম, সিটিবাসের অভাবে গুয়াহাটিতে দুর্ভোগ চরমে

গুয়াহাটি, ৩ অক্টোবর (হি.স.) : পেট্ৰোপণ্য, যন্ত্ৰাংশ, বিমা-সহ আনুষঙ্গিক সব দ্ৰব্যের মূল্যবৃদ্ধির পরিপ্ৰেক্ষিতে যাত্রীভাড়া বাড়ানোর দাবিতে সারা অসম মোটর পরিবহণ সংস্থা আহূত ২৪ ঘণ্টার চাক্কা বন্ধের কবলে পড়ে রাজধানী গুয়াহাটি-সহ গোটা রাজ্যের নাগরিককুল চরম দুর্ভোগের শিকার হয়েছেন । ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে বার বার দাবি জানানো হচ্ছিল। কিন্তু সরকার তাদের দাবির প্রতি কোনও গুরুত্ব না দেওয়ায় পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ ৩ অক্টোবর ভোর পাঁচটা থেকে আগামীকাল ৪ অক্টোবর ভোর পাঁচটা পর্যন্ত ২৪ ঘণ্টার চাক্কা বন্ধ কর্মসূচি পালন করছে সংস্থা।

সারা অসম মোটর পরিবহণ সংস্থা আহূত ২৪ ঘণ্টার চাক্কা বন্ধের প্রভাবে গোটা অসম প্রায় অচল হয়ে পড়েছে। রাস্তায় চলাচল করছে না কোনও বাণিজ্যিক যাত্রীবাহী বাস। গুয়াহাটির রাজপথেও চলেনি সিটিবাস। ফলে নিত্যযাত্রীদের আজ গোটা দিন চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে গুয়াহাটি মহানগরীতে সকালে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস-কাছারির কৰ্মচারীরা ঘণ্টার ঘণ্টার পর ঘণ্টা রাজপথে অপেক্ষা করে সিটিবাস পাননি। উপায়ান্তর হয়ে মাত্রাতিরিক্ত ভাড়া দিয়ে অটো রিকশো, প্যাডেল রিকশো করে নিজের নিজের গন্তব্যস্থলে যাতায়াত করতে বাধ্য হন। অনেকে পায়ে হেঁটে তাঁদের গন্তব্যে ছুটে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *