নিজসস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ অক্টোবর ৷৷ পেটের তাগিদে বহির্রাজ্য ব্যাঙ্গালুরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির৷ ঘটনাটি সংগঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকা কুলাম রেলস্টেশন সংলগ্ণ এলাকায়৷ মৃত ব্যক্তির নাম সঞ্জিত ত্রিপুরা (৪০)৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন বালিছড়া এডিসি ভিলেজের ৩নং ওয়ার্ডের পুষ্প পাড়ার বাসিন্দা সঞ্জিত ত্রিপুরা৷ পিতা মৃত কামিনিশা ত্রিপুরা৷ পেটের তাগিদে কাজের জন্য ২৭ শে সেপ্ঢেম্বর বিকেলবেলা বহির্রাজ্য ব্যাঙ্গালোরে উদ্দেশ্যে রওয়ানা দেয়৷
কিন্তু ট্রেন যুগে ব্যাঙ্গালোর যাওয়ার আগে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রেলস্টেশন সংলগ্ণ এলাকায় অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়৷ অন্ধ্রপ্রদেশের পালাসা রেলওয়ে স্টেশনের পুলিশ একটি ইউডি ১৬৬/১৯, ইউএস-১৭৪ সিআরপিসি নম্বরে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ তারপর মঙ্গলবার রাতে চুরাইবাড়ি থানার সাথে যোগাযোগ করে, অন্ধ্রপ্রদেশের পালাসা রেলওয়ে স্টেশনের পুলিশ৷
চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সঞ্জিতত্রিপুরার স্ত্রী ও আত্মীয়পরিজনকে খবর দিলে উনারা চুরাইবাড়ি থানায় এসে মৃত ব্যক্তির ছবি দেখে শনাক্ত করতে পারেন যে সেই সঞ্জিত ত্রিপুরা৷ থানা চত্বরে কান্নায় ভেঙে পড়েন সঞ্জিত ত্রিপুরার স্ত্রী ও আত্মীয়স্বজনরা৷