নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর ৷৷ শারদীয়া দূর্গাৎসবের প্রাক মূহুর্তে আবারও বড়সড় সাফল্য পেলো আমবাসা থানার পুলিশ৷ বুধবার সকালে রুটিন চেকিং এর সময় আমবাসা থেকে কমলপুর মহকুমাধীন শান্তিরবাজারে যাওয়ার পথে লালছড়ি এলাকায় ম্যাক্সি ট্রাক থেকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমানে বিভিন্ন ব্রান্ডের বিলিত মদ আটক করা হয়৷
একই সঙ্গে গাড়ি চালক অসিত রঞ্জন পাল এবং সুমিত দাস নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়৷ তাদের বাড়ি সালেমা থানাধীন শান্তিরবাজার এলাকায়৷ থানার ভারপ্রাপ্ত অফিসার দিনেশ দেববর্মা জানান বাজেয়াপ্ত নেশা সামগ্রী সহ ধৃত দুইজনকে বুধবার জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে৷ পূজার মরশুমে এরকম অভিযান জারি থাকবে৷ জানা যায় আটককৃত বিলিতি মদ গুলি চড়া দামে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো৷