BRAKING NEWS

সাড়ম্বরে পালিত গান্ধীজির জন্মসার্ধশতবর্ষ প্রভাতফেরিতে পা মেলালেন আবালবৃদ্ধবনিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ ত্রিপুরায় সাড়ম্বরে পালিত হয়েছে মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ অনুষ্ঠান৷ এদিন মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক প্রভাতফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷


বিদ্যালয় শিক্ষা দফতর এবং তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আয়োজিত এই প্রভাতফেরিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক ডা. দিলীপ দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড-এর চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংসৃকতি দফতরের সচিব এন ডার্লং, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস, বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা উত্তম কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক তপন কুমার দাস, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নেহরু যুব কেন্দ্রের অধিকর্তা-সহ রেডক্রস সোসাইটির প্রতিনিধি, নেহরু যুব কেন্দ্রের প্রতিনিধি, এনএসএস স্বেচ্ছাসেবক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন৷ প্রভাতফেরী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখভাগ থেকে শুরু হয়ে উজ্জয়ন্ত প্রাসাদ-জেকশন গেট-কামান চৌমুহনি-হরিগঙ্গা বসাক রোড-পোস্ট অফিস চৌমুহনি-আরএমএস চৌমুহনি-ওরিয়েন্ট চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে সমাপ্ত হয়৷ প্রভাতফেরিতে গান্ধীজির জীবনধারা নিয়ে সুসজ্জিত ট্যাবলোও ছিল৷ প্রভাতফেরি থেকে স্বচ্ছতা ও প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে৷


প্রভাতফেরির পর অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক মেগা শ্রমদান অনুষ্ঠান৷ ওরিয়েন্ট চৌমুহনি থেকে জেকসন গেট পর্যন্ত শিশুউদ্যান বিপণি বিতানের সম্মুখভাগে অনুষ্ঠিত মেগা শ্রমদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক ডা. দিলীপ দাস, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড-এর চেয়ারম্যান সন্তোষ সাহা এবং রাজ্য সরকারের পদস্থ আধিকারিকগণ অংশ নেন৷ মেগা শ্রমদান অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, স্বচ্ছ ভারত ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সমাজের যে যেখানে আছেন তাঁদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে৷ এটা শুধুমাত্র সরকার বা একটি পরিবারকেন্দ্রিক হলে চলবে না৷ প্রত্যেক ব্যক্তিকে স্বচ্ছতা সম্পর্কে সচেতন হতে হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷


তাছাড়া আজ সচিবালয়ে স্বচ্ছতা এবং শ্রমদান অভিযান করা হয়৷ সেই অভিযানে রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, সচিব এন ডার্লং, সচিব রামেশ্বর দাস, সচিব তুষারকান্তি চাকমা, যুগ্মসচিব সমিত রায়চৌধুরী-সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক দৈনন্দিন জীবনে স্বচ্ছতার গুরুত্ব, প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ সারা রাজ্যেও আজ মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উদযাপিত হয়েছে৷


এ উপলক্ষে শ্রমদান, স্বচ্ছতা অভিযান এবং বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ পানিসাগর টাউন হল-এ উত্তর জেলাভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয়৷ করবুকেও বিভিন্ন অনুষ্ঠনের মাধ্যমে গান্ধী জয়ন্তী পালিত হয়৷ সিপাহিজলা মালটিপারপাস হলে আয়োজিত গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত৷ কল্যাণপুর ব্লকেও স্বচ্ছ ভারত অভিযানে নেতৃত্ব দেন বিধায়ক পিনাকী দাসচৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *