নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : ঐতিহাসিক কর্তারপুর করিডর উদ্বোধন উপলক্ষ্যে পাকিস্তান যাত্রা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারত থেকে কর্তারপুরে যাওয়া তীর্থযাত্রীদের প্রথম ব্যাচে ছিলেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং-এর আমন্ত্রণ গ্রহণ করে এই সিদ্ধান্ত নিয়েছেন মনমোহন সিং। গত কয়েকদিন ধরে গুরুনানকের জন্মদিনে করতারপুরে মনমোহন সিং যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
কর্মসূচি অনুযায়ী মনমোহন সিং-এর সঙ্গে থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্ঠা রভীন ঠাকরাল। ভারতের দিকে সুলতানপুর লোধিতে মূল অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মনমোহন সিং। এদিন সকালে কর্তারপুর করিডরের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন অমরেন্দ্র সিং। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি। নভেম্বর গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্বের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্জাবের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন।
পরে নিজের ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন গুরুদ্বার নানকা সাহেব যাওয়ার জন্য বিশেষ প্রতিনিধি দলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নগর কীর্তন করারও ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে আগামী ৯ নভেম্বর উদ্বোধন করে আনুষ্ঠানিক ভাবে খোলা হবে কর্তারপুর করিডর।