BRAKING NEWS

দুর্গাপূজা প্যাণ্ডেল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলার বেশ কয়েকটি সার্বজনীন দুর্গাপূজা প্যাণ্ডেল পরিদর্শন ও উদ্বোধন করেন৷ পূজা প্যাণ্ডেল পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন সহধর্মিণী নিতি দেব৷ পূজা প্যাণ্ডেল পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং রাজ্যবাসীর প্রতি শারদীয়া শুভেচ্ছা জানান৷

পূজার দিনগুলি যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য সকলের কাছে আবেদন জানান৷ পূজা পরিক্রমাকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, রাজ্যের অনেক কিছু পরিবর্তন হয়েছে৷ সরকার ভ্রষ্টাচারমুক্ত রাজ্য গড়ার দিশাতে কাজ করে চলছে৷ রাজ্যে এখন স্বরোজগারী যেমন তৈরী হচ্ছে ঠিক তেমনি কর্মসংস্থানের সুুযোগ স’ষ্টিকারীও তৈরী হচ্ছে৷ তিনি বলেন, আগামী দিনগুলিতেও সরকার রাজ্য ও রাজ্যবাসীর কল্যাণে কাজ করে যাবে৷


আজ মুখ্যমন্ত্রী পোলস্টার ক্লাব, অরুণোদয় সংঘ, মর্ডাণ ক্লাব, ইয়ংস কর্ণার, ভলকান ক্লাব, লালবাহাদুর ক্লাব, ব্ল-লোটাস ক্লাব, শান্তিনিকেতন, শতদল সংঘ, তুষার সংঘ, প্রান্তিক ক্লাব, ভারত তীর্থ ক্লাব সহ শহরের বিভিন্ন ক্লাব পরিদর্শন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *