নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): প্লাস্টিক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দূষণমুক্ত ভারত গড়তে মোদীজীর নেতৃত্বে আমরা সকলেই এগিয়ে যাব| ২ অক্টোবর, বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর দেড়শো-তম জন্মবার্ষিকীতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দেশব্যপী ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’-র শুভারম্ভ করার পর এমনই বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| দিল্লিতে ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’-র শুভারম্ভ করার পর অমিত শাহ এদিন বলেছেন, ‘গান্ধীজীর সত্যাগ্রহ আন্দোলনই ব্রিটিশদের মাথা নত করতে বাধ্য করেছিল| তিনিই গোটা বিশ্বকে সত্য ও অহিংসার পথ দেখিয়েছেন|’ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কথায়, ‘দেশের কোটি কোটি বিজেপি কর্মীদের আমি বলতে চাই, গান্ধীজীর ১৫০ তম জন্মবার্ষিকী আমাদের সকলের জন্য সঙ্কল্পের বছর হওয়া উচিত, দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বছর হওয়া উচিত| আজ গান্ধী জয়ন্তীর দিন গোটা দেশ কৃতজ্ঞতার সঙ্গে সেই মহান ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করছে| যিনি শুধুমাত্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথই সুগম করেননি, গোটা বিশ্বকে সত্য ও অহিংসার পথ দেখিয়েছেন| ভারতীয় সংস্কৃতিকে বিশ্বজুড়ে স্বীকৃতি দিয়েছেন তিনিই|’
অমিত শাহ আরও বলেছেন, ‘মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি শুধুমাত্র দেশই নয় গোটা বিশ্বে ভারতীয় মূল্যবোধকে একটি নতুন পরিচয় দিয়েছেন| সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের মাথা নত করতে বাধ্য করেছিলেন তিনি|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, ‘দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর জলশক্তি মন্ত্রক তৈরি করেছেন নরেন্দ্র মোদী| জল সঞ্চয়, জল সংরক্ষণের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা প্রসারের কাজ নিজের হাতে নিয়েছেন মোদীজী| এর ফলস্বরূপ, আজ দেশের লক্ষ লক্ষ পুকুরে জল রয়েছে|
এবার মোদীজী প্লাস্টিক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়েছেন| এক্ষেত্রে গণআন্দোলন গড়ে তোলা দেশের জনগণ ও বিজেপি কর্মীদেরই দায়িত্ব| প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক| তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ গান্ধী জয়ন্তীর দিন প্লাস্টিকের ব্যবহার করবেন না| দূষণমুক্ত ভারত গড়তে মোদীজীর নেতৃত্বে আমরা সকলে এগিয়ে যাব|’ অমিত শাহ আরও বলেছেন, ‘গান্ধীজীর মূল্যবোধ সম্পর্কে দেশের প্রতিটি জনগণকে অবগত করার জন্য, দেশজুড়ে ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পদযাত্রা করবেন বিজেপি কর্মীরা| স্বদেশ, স্বধর্ম, স্বাভাষা এবং স্বদেশীর মূল্যবোধকে প্রতিটি গ্রাম ও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করবেন|’
বক্তব্য শেষে এদিন দিল্লির শালিমার বাগে ‘গান্ধী সঙ্কল্প যাত্রায়’ অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে (সিওন-কোলিওয়াড়া) ‘স্বচ্ছতা অভিযান’-এ অংশ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা-কর্মীরা|