নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন মিমি মজুমদার৷ এদিন বিধানসভার লবিতে তাঁকে শপথবাক্য পাঠ করান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷
বাধারঘাট উপনির্বাচনে বিজেপি প্রার্থী মিমি মজুমদার জয়ী হয়েছিলেন৷ প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের শূন্যস্থান পূরণে মিমি মজুমদার কাজ করবেন বলে দাবি করেছেন৷ বাধারঘাট উপনির্বাচনে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে বিপুল ভোটে পরাস্ত করেছে৷
এদিন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া, বিজেপি-র মুখ্যসচেতক কল্যাণী রায়, বিরোধী বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক বিজিতা নাথ-সহ অন্যান্য বিধায়কগণ এবং বিধানসভার সচিব ও অন্যান্য পদস্থ আধিকারিকরা৷
শপথ গ্রহণ করার পর বিধায়ক মিমি মজুমদার বলেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত খুশি৷ তিনি বলেন, বাধারঘাটবাসী তাঁর ওপর বিরাট দায়িত্ব তুলে দিয়েছেন৷ তাঁদের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবেন৷ তিনি জানান, বাধারঘাট ও রাজ্যের উন্নয়নে তিনি সদা সচেষ্ট থাকবেন৷
এদিকে, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-সহ শিক্ষামন্ত্রী, রাজস্বমন্ত্রী নতুন বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানিয়েছেন৷ মুখ্যসচেতক কল্যাণী রায়ও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷