BRAKING NEWS

ধস শেয়ার বাজার, নিম্নমুখী সেনসেক্স ও নিফটি

মুম্বাই, ১ অক্টোবর (হি. স.) : মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স নামল ৭৩৭.৪৪ পয়েন্ট। নিফটিও নেমেছে ২২৬.৫৫ পয়েন্ট। সেনসেক্স এদিন স্থির হয়েছে ৩৭৯২৯.৮৯ পয়েন্টে। নিফটি সূচক স্থির হয়েছে ১১২৪৭.৯০ পয়েন্টে।

নিফটির ৫০ টি কোম্পানির মধ্যে ৪৪ টির শেয়ারের দামই এদিন কমেছে। যে কোম্পানিগুলির শেয়ারের দর সবচেয়ে কমেছে, তার মধ্যে আছে ইয়েস ব্যাঙ্ক, জি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই এবং গ্রাসিম। এই সংস্থাগুলির শেয়ারের দাম ৫.৪৯ শতাংশ থেকে ২৬.০৯ শতাংশ কমেছে। সেনসেক্সের অন্তর্ভুক্ত যে সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে, তার মধ্যে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক। পাঞ্জাব মহারাষ্ট্র অ্যান্ড কো-অপারেটিভ ব্যাঙ্কে ম্যানেজিং ডিরেক্টর জয় টমাস রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্বীকার করেছেন, তিনি ছ’বছর ধরে অনাদায়ী ঋণের কথা গোপন করেছিলেন। এই ঋণের পরিমাণ ৬ হাজার কোটি টাকা। হাউসিং ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এই ঋণ নিয়েছিল।

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য গত এক মাসে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে অর্থমন্ত্রক। বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন কর্পোরেট সংস্থার কর কমানো হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ব্যাঙ্কের সংযুক্তিকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আর কিছুদিনের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে দ্বিমাসিক রিভিউ বৈঠকে বসবে রিজার্ভ ব্যাঙ্ক। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর রাখবেন বিনিয়োগকারীরা। সেই সিদ্ধান্তের ওপরে শেয়ার সূচকের ওঠাপড়া নির্ভর করবে বলে পর্যবেক্ষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *