BRAKING NEWS

চারদিনের সফরে শিলচর এলেন সরসংঘচালক মোহন ভাগবত

শিলচর (অসম), ২৭ সেপ্টেম্বর (হি.স.) : চারদিনের সফরসূচি নিয়ে শুক্রবার শিলচর এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক মোহন ভাগবত। আজ বেলা আড়াইটের বিমানে দিল্লি থেকে সোজা কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে তিনি চলে আসেন শিলচরের অম্বিকাপট্টিতে কেশব নিকেতনে।

সংঘের এক সূত্র জানিয়েছে, বাৎসরিক যোজনার অঙ্গ হিসেবে সংঘপ্রধান মোহন ভাগবতের এটা স্বাভাবিক সফর। বিশেষ কোনও কার্যক্রম রাখা হয়নি তাঁর জন্য। এই কয়দিন সংঘের চারটি ক্ষেত্র কার্যকারিণী সমিতি, সংঘের দক্ষিণ অসম প্রান্তের বিভিন্ন স্তরের প্রচারক, বিবিধক্ষেত্র এবং শিলচর নগরের স্বয়ংসেবকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন তিনি। খোঁজখবর নেবেন সংঘ ও বিবিধক্ষেত্রের সাংগঠনিক ও সেবামূলক কাজকর্মের। সূত্রের কাছে জানা গেছে, আজ সন্ধ্যায় রামনগরে অবস্থিত বিবেকানন্দ কেন্দ্ৰীয় বিদ্যালয়ে নির্দিষ্ট সূচি অনুযায়ী সংঘের দক্ষিণ অসম প্রান্তের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে সরসংঘচালকের। এভাবে আগামীকাল শনি ও রবিবার সকাল এবং সন্ধ্যারাতে দুবার সংঘের চারটি ক্ষেত্রের বিভিন্নস্তরের অধিকারি (পদাধিকারী), বিবিধক্ষেত্র-প্রমুখ এবং শিলচর নগরের স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠক করবেন মোহন ভাগবত।

তিনদিনের কোনও বৈঠকে এনআরসি বা নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে আলোচনার অ্যাজেন্ডা নেই বলে জানিয়েছে সূত্রটি। তবে প্রাসঙ্গিক চর্চায় এই প্রসঙ্গ আসার সম্ভাবনাও নস্যাৎ করেনি সূত্র। জানা গেছে, আগামীকাল সন্ধ্যা পাঁচটায় রাজীব ভবনে আয়োজিত ‘বৈদিক সত্ৰ’ শীৰ্ষক এক অনুষ্ঠানে বৌদ্ধিক (বক্তব্য) রাখবেন সরসংঘচালক মোহন ভাগবত।

অন্য এক সূত্রের খবরে প্রকাশ, শনিবার মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল মোহন ভাগবতের সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে আজ সন্ধ্যায় বিশেষ বিমানে শিলচর এসেছেন মুখ্যমন্ত্ৰী। সৰ্বানন্দ ছাড়াও ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লবকুমার দেবেরও আগামীকাল শিলচরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার কথা, বলেছে সূত্রটি৷ ধারণা করা হচ্ছে, ভাগবতের সঙ্গে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে আলোচনা হতে পারে দুই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও বিপ্লব দেবের।

এদিকে জেডপ্লাস ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত মোহন ভাগবতের শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড় জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন তটস্থ। অম্বিকাপট্টিতে অবস্থিত সংঘ কার্যালয় কেশব নিকেতন এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে কাছাড় প্রশাসন। নিরাপত্তার গ্যাঁড়াকল থেকে বাদ পড়েননি বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দেব এবং বড়খলার বিধায়ক কিশোর নাথও। তাঁরা মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গেলে তাঁর নিরাপত্তা রক্ষী এবং কেশব নিকেতনের স্বয়ংসেবক-দারোয়ানরা তাঁদের ভিতরে ঢুকতে দেয়নি। তিনদিনের কার্যক্রম শেষে ৩০ সেপ্টেম্বর সকালের বিমানে তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *