পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভূমিকম্পে নিহত ৫, আহত আরও ৫০ জন

শ্রীনগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : গোটা উত্তর ভারত জুড়ে মঙ্গলবার বিকেলে হওয়া ভূমিকম্পের তীব্র রিখটার স্কেলে ছিল ৬.৩। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তানের জাটলান অঞ্চলে।  এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)।  পিওকের মীরপুরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা ৫০-এর বেশি। এছাড়াও পিওকের বিভিন্ন জায়গায় কম্পনের জেরে রাস্তা ভেঙে গিয়েছে।

জম্মু ও কাশ্মীর সহ গোটা উত্তর ভারতে মঙ্গলবার বিকেল ৪টে ৩১ মিনিট কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। যার ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকেরা তাদের অফিস এবং ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। সাধারণ মানুষ কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভব করেছিল।   ঘর এবং অফিসগুলিতে রাখা জিনিসগুলি কাঁপতে শুরু করে, লোকেরা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে  এবং চারদিকে  বিশৃঙ্খলা তৈরি হয়। তীব্র ভূমিকম্পের কারণে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অনেক অঞ্চল উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।  রাস্তায় ধ্বংসের ছবি দেখা যায়।  এখন পর্যন্ত ৫ জন মারা গিয়েছে, ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন বলে জানা গেছে।  ভূমিকম্পের ফলে অনেকগুলি রাস্তা পুরোপুরি ফেটে গেছে।  এ ছাড়া রাস্তা ধরে প্রচুর যানবাহনও উল্টে যেতে দেখা যায়।
জম্মু ও কাশ্মীরে এই ভূমিকম্পের কারণে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।  এই বছরের শুরুর দিকে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্পের কম্পন বেশ কয়েকবার অনুভূত হয়েছিল, তবে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প এ বছরের প্রথমবারের মতো দেখা গেছে।