নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের জগন্নাথপুরে রোলার গাড়ি থেকে ছিটকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সঙ্গে সঙ্গে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে৷

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে একদিকে যখন চিকিৎসা-খরচ রোগীর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার নিরন্তন প্রয়াস চলেছে, ঠিক সেই সময়ে চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ এ-ধরনেরই এক ঘটনা ঘটেছে ঊনকোটি জেলার কৈলাসহরে৷ মঙ্গলবার সকাল নাগাদ জগন্নাথপুরের বাসিন্দা বিষ্ণু দাস রোলার গাড়ি চালানোর সময় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় সূত্রের খবর, তিনি রোলার গাড়ি নিয়ে ফটিকরায়ের দিকে যাচ্ছিলেন৷ ধনবিলাস এলাকায় পৌঁছতেই রোলার থেকে হঠাৎ ছিটকে পড়েন চালক বিষ্ণু দাস৷ তখন তাঁর ডান পায়ের উপর দিয়ে রোলারের চাকা গড়িয়ে যায়৷ এতে তিনি গুরুতর আহত হন৷
স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান তাঁকে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক নীলমণি দেববর্মা রোগীকে হাসপাতালে ভর্তি করালেও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেননি বলে অভিযোগ৷ অভিযোগে আরও জানা গিয়েছে, তাঁর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলেও রক্ত দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি৷ ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে৷
টানা ১০ ঘণ্টা প্রায় বিনা চিকিৎসায় থাকার পর তাঁকে রেফার করার উদ্যোগ নেন চিকিৎসকরা৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিষ্ণু দাস৷ তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সঞ্চার হয় সংশ্লিষ্ট এলাকায়৷

