নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ গত ৮ সেপ্ঢেম্বর নিজ বাড়ি থেকে আগরতলা শহরে আসার সময় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন সিপিআইএম নেতৃত্ব বিশ্বজিৎ সহা৷ যোগেন্দ্রনগর বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ণ এলাকায় বিশ্বজিৎ সাহার বাইক আটক করে সমাজদ্রোহীরা৷ তারপর বাইক থেকে নামিয়ে বিশ্বজিৎ সাহাকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়৷

পরে বিশ্বজিৎ সাহা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যোগেন্দ্রনগর বনকুমারিস্থিত বিশ্বজিৎ সাহার বাড়িতে ঘটনার খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি এইদিন কথা বলেন আক্রান্ত বিশ্বজিৎ সাহা ও তার পরিবারের লোকজনদের সাথে৷ ঘটনার বিষয়ে আবগত হন৷ তারপর তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এই ধরনের ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে৷
এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা পুলিশ অবগত নয় এমনটা নয়৷ প্রতিদিন বিরোধী দলের স্থানীয় নেতৃত্বরা আক্রান্ত হচ্ছে৷ বিরোধী দলনেতা এইদিন স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে রোগীর পরিবারের উপর আর্থিক বোঝা চাপানোর বিষয়েও মুখ খোলেন৷ তিনি বলেন রাজ্যে আগে এমনটা ছিল না৷ ক্ষমতার বসার আগে এমনটা বলেনি৷ কিন্তু এখন তারা যা খুশি করে নিচ্ছে৷ ক্ষমতায় এখন তারা সুতরাং কিছু করার নেই৷ মানুষ অভিজ্ঞতা লাভ করছে৷ তিনি আশা ব্যক্ত করেন মানুষের কথা চিন্তা করে সরকার তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে৷

