বাঙালীর অনৈক্য জাতিসত্ত্বাকে ধবংস করে দিচ্ছে, এনআরসি ইস্যুতে আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ বাঙালীদের অনৈক্য জাতিসত্ত্বাকে ধবংস করে দিতে চলেছে৷ কারণ, ওই অনৈক্যের সুযোগে নাগরিক পঞ্জীকরণের অজুহাতে গোটা বাঙালী জাতিকে রাষ্ট্রহীন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে৷ শনিবার আগরতলায় বিবৃতি দিয়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে সুর চড়িয়েছে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি৷ দলের সচিব হরিগোপাল দেবনাথের কথায়, জাতীয় প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বাস্তু পঞ্জাবীদের মতোই উদ্বাস্তু বাঙালীরাও এদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক পুনর্বাসন পাবেন৷ কিন্তু, বাস্তবে এর বিপরীত পরিস্থিতিই এ-দেশে লক্ষ্য করা যাচ্ছে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ রাজ্যে জেলাপরিষদ, ইনারলাইন পারমিট ও বিদেশী বিতাড়নের মতো চুক্তি করে বাঙালীর সাংবিধানিক ও বাঁচার অধিকারকে খর্ব করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন জাতীয় নাগরিকপঞ্জীর অজুহাতে গোটা বাঙালী জাতিকে রাষ্ট্রহীন বানিয়ে জাতিসত্ত্বাকেই ধবংস করে দেওয়ার এক গভীর চক্রান্ত শুরু হয়েছে৷

আজ আগরতলায় আমরা বাঙালী জাতীয় নাগরিকপঞ্জীর বিরোধীতায় মিছিল ও পথসভা সংগঠিত করেছে৷ পথসভায় প্রত্যেক বক্তারা সমসুরে জাতীয় নাগরিকপঞ্জীর তীব্র ভাষায় বিরোধীতা করেছেন৷ দলের সচিব হরিগোপাল দেবনাথ আজ এক বিবৃতিতে জানিয়েছেন, বাঙালীদের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকস্তরে সুগভীর চক্রান্ত চলছে৷ এই চক্রান্তে শাসক দল বিজেপি ও বিরোধী কংগ্রেস এবং সিপিএম থেকে শুরু করে জাতীয় ও রাজ্যস্তরের সমস্ত রাজনৈতিক দল মদত জুগিয়ে যাচ্ছে, তোপ দাগেন তিনি৷ অতীতে চক্রান্তকারীরা দেশভাগের বলি বাঙালীদের পুনর্বাসনের পরিবর্তেন্দন্তকারণ্ মরিচঝাঁপি, আন্দামানের মতো জনমানবহীন স্থানে পাঠিয়ে জীবন বিপন্ন করে তুলেছিল৷ তেমনি এখন জাতীয় নাগরিকপঞ্জীর অজুহাতে রাষ্ট্রহীন বানিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাঙালী জাতিকে ধবংস করে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চাইছে, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷

তাঁর মতে, বাঙালীদের অনৈক্যৈর সুযোগ নিয়ে চলেছেন হিন্দিবলয় ও সাম্রাজ্যবাদী রাজনীতিকরা৷ উপরন্তু, ব্রিটিশের দেখানো পথে হেটেই ত্রিপুরায় তিপ্রাল্যান্ড, অসমে বোড়োল্যান্ড এবং পশ্চিমবঙ্গে মারোয়ারী ল্যান্ড ও গোর্খাল্যান্ডের সুড়সুড়ি দিয়ে একদিকে বাঙালী অধ্যুষিত অঞ্চলগুলিকে ছেটে দেওয়া হচ্ছে৷ তাতে, বাঙালীদের বাসভূমিকে সংকুচিত করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি৷ তাঁর অভিযোগ, আর্থিক শোষনের মাধ্যমে জীবনি সত্ত্বাকেও ধবংস করে দেওয়ার চক্রান্ত চলছে৷ হরিগোপাল দেবনাথ মনে করেন, দেশের সমস্যা নিয়ে মানুষ যাতে কোন কিছুই ভাবতে না পারেন, তাই এইসব পন্থা নিয়েছে দেশের শাসক দল বিজেপি৷ তাই, তাঁরা জাতীয় নাগরিকপঞ্জী এবং কাশ্মীর ইস্যুতে মজেছে, কটাক্ষ করে বলেন তিনি৷ তাই, বাঙালীর অস্তিত্ব রক্ষায় ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন তিনি৷