রামনগরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ল বসত ঘর৷ ঘটনা রবিবার সকালে৷ জানা গেছে রামনগর ৯ নং রোডের শেষ মাথায় বাসিন্দা বেলা ভট্টাচার্যের বারিতে দু মাসে আগে ভারাটিয়া হিসাবে আসে বিষ্ণু প্রিয়া দাস৷ মুলত ভাড়াটিয়ার ঘর থেকেই আগুনের সূত্রপাত৷ ভারাটিয়া বিষ্ণু প্রিয়া দাস জানান এদিন সকালে চা করবেন বলে ঘরের নতুন সিলিন্ডার খোলেন৷ সেই সিলিন্ডার লাগিয়ে আগুন জ্বালাতে গিয়েই ঘটে বিপত্তি৷


মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘর গ্রাস করে ফেলে৷ ঘরে থাকা তার সন্তান ও স্বামীকে নিয়ে কোন ক্রমে বেরিয়ে আসেন৷ অন্যদিকে বারির মালিকের ছেলে এই দৃশ্য দেখে তার পরিবার এবং মাকে নিয়ে নিরাপদ স্থানে আস্রয় নেয়৷ আগুন নেভানোর কাছে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ছুটে আসে দমকলের কর্মীরা৷ দমকল কর্মীদের বক্তব্য এই রাস্তা দিয়ে প্রবেশ করতে বেশ বেগ পেতে হয়৷ বেশ খানিকটা সময় লাগে আগুন নেভানোর জন্য৷


রাস্তার পাশে যত্রতত্র নির্মাণ সামগ্রী এবং রাস্তা শুরু হওয়ায় সমস্যা প্রকট হয়৷ এভাবে চললে আগামী দিনে এই এলাকায় ভয়াবহ আগুন লাগলে নেভাতে জটিলতা দেখা দেবে বলে জানান দমকল কর্মী৷ দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷ দুটি ঘর ভস্মীভূত হয়ে যায়৷ ভাড়াটিয়ার সমস্ত সামগ্রী পুরে গেছে৷ তবে এলাকার এই অবস্থা যে আগামী দিনের জন্য কড়া সতর্ক বার্তা দিল তা দমকল কর্মীর বক্তব্যে স্পষ্ট৷ অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ এবং রাস্তা দখল করার খেসারত আগামী দিনে দিতে হতে পারে নিগমবাসীকে৷