![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/08/DSC_2447-1024x560.jpg)
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ রাজ্যে বিজেপি-র সাংগঠনিক নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে৷ সহমতের ভিত্তিতে ওই নির্বাচনে বুথ কমিটি, মণ্ডল কমিটি, জেলা কমিটি ও প্রদেশ কমিটির সভাপতি নির্বাচন এবং নতুন কমিটি গঠন করা হবে৷ ১১ সেপ্ঢেম্বর থেকে বুথ কমিটির নির্বাচন দিয়ে ওই প্রক্রিয়া শুরু হবে৷ ১৫ ডিসেম্বর প্রদেশ কমিটির সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে প্রক্রিয়ার সমাপ্তি হবে৷ আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ সাংগঠনিক নির্বাচন প্রভারী প্রদ্যুত কুমার ধর এ-কথা জানিয়েছেন৷ তিনি আরও জানান, সাংগঠনিক নির্বাচন পর্ব নিয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে বিস্তারিত আলোচনা হয়েছে৷
এদিন প্রদ্যুতবাবু জানিয়েছেন, উৎসবের মেজাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একে অপরের হৃদয় জয় করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তাঁর মতে, নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিযোগিতা নয় ৷ সহমতের ভিত্তিতে বুথ থেকে রাজ্যস্তর পর্যন্ত নির্বাচন হবে ঠিকই ৷ কিন্তু কোনও প্রতিদ্বন্দ্বী থাকবেন না ৷ তাঁর সাফ কথা, কোনওভাবেই দলের শৃঙ্খলা ভঙ্গ করা চলবে না ৷ সুশৃঙ্খলভাবে সহযোগিতার ভিত্তিতে দলীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে৷
প্রদ্যুত ধর বলেন, সাংগঠনিক নির্বাচনের লক্ষ্যে জেলা নির্বাচন আধিকারিক এবং প্রভারী নিযুক্ত করা হয়েছে ৷ আগামী কয়েকদিনের মধ্যেই মণ্ডল নির্বাচন আধিকারিক ও প্রভারী নিযুক্ত করা হবে৷ তিনি জানান, প্রত্যেক কমিটিতে মহিলাদের প্রাধান্য দেওয়া হবে৷ এছাড়া তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে৷
আজ সাংগঠনিক নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন সহপ্রভারী তথা বিজেপি প্রদেশ সম্পাদক তাপস মজুমদার ৷ তিনি জানান, আগামী ১১ সেপ্ঢেম্বর থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত বুথ সভাপতি এবং কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মণ্ডল সভাপতি এবং মণ্ডল প্রতিনিধি নির্বাচন ও মণ্ডল কমিটি গঠন করা হবে৷ তিনি আরও জানান, ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলা সভাপতি এবং স্টেট কাউন্সিল মেম্বার্স নির্বাচিত হবেন৷ সব শেষে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রাজ্য সভাপতি নির্বাচিত হবেন ৷
প্রদ্যুতবাবু জানিয়েছেন, শীঘ্রই ত্রিপুরায় নতুন বিজেপি প্রদেশ সভাপতি দায়িত্ব নেবেন ৷ সহমতের ভিত্তিতে প্রদেশ সভাপতি বেছে নেওয়া হবে ৷ এদিকে, সাংগঠনিক নির্বাচনকে ঘিরে জেলা স্তরে নির্বাচন পর্বের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে৷ নির্দিষ্ট দিনে নির্বাচন নিয়ে জেলা কমিটি আলোচনা করবে ৷