BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ গত বছরের মতো এ-বছরও আগরতলার শিশুবিহার এলাকাষ অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়৷ বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন এলাকা, এমন-কি অন্যান্য জেলা থেকে বিজেপি-র মহিলা সদস্য, সমর্থক-সহ বিভিন্ন বয়সি সাধারণ মেয়ে ও মহিলারা আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নীতি দেবের হাতে রাখি পরিয়ে দিতে৷


সিপাহিজলা জেলার বিশালগড় এলাকা থেকে এসেছেন সংখ্যালঘু অংশের মহিলা আমিনা বেগম৷ তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর হাতে রাখি পরিয়েছেন৷ এত দূর থেকে মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে এসে কেমন লাগল? এর উত্তরে তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ভাইয়ের মতো৷ রাজ্যে আগেও অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কেউ এমনভাবে সাধারণ মানুষের হাত থেকে রাখি পরেননি৷ তাই তাঁর মঙ্গল ও দীর্ঘ জীবন কামনা করেছেন তিনি৷ সেই সঙ্গে তিনি এ-কথা জানাতে ভুলেননি, এই দলেরই এক নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজার হাজার মহিলার দুঃখের কথা চিন্তা করে তিন তালাকের মতো বিষয় আইন করে তুলে দিয়েছেন৷ তাই তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান৷


মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বনমালিপুর থেকে এসেছেন চামেলী সাহা৷ তিনি রাখি পরিয়ে দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাঁর নিজের দাদার মতো৷ তিনি নিজের বিধানসভা এলাকা-সহ রাজ্যের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন৷ তাঁর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি প্রতিটি মুহূর্ত যেন ভালোভাবে কাটে এই পথনা করেন৷ এদিন জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সি মহিলা মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে রাখি পরিয়ে দেন এবং নিজ নিজ সাধ্যমতো সামগ্রী ছাড়াও হাতে তৈরি উপহার তুলে দেন৷
মুখ্যমন্ত্রীর তরফে এদিন দেবী ত্রিপুরাসুন্দরীর একটি ছবি এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়৷ কয়েকশো মহিলা আজ রাখি পরিয়েছেন তাঁদের হাতে৷


রাখি বন্ধন সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই রাখির মধ্যে বিশেষ মানসিক শক্তি আছে৷ প্রাচীন ভারতে রাখির পরম্পরা ছিল৷ দুই রাজার মধ্যে যখন অবিরত যুদ্ধ চলত, কোনও ভাবেই যুদ্ধ বন্ধ করা যেত না, তখন এই রাখিই যুদ্ধ বন্ধ করে দিতে পারত৷ যুদ্ধের সময় প্রতিপক্ষের রাজাকে অন্যপক্ষের রানি রাখি পাঠালে বিবদমান রাজাকে ভগ্ণিপতি হিসেবে মেনে যুদ্ধ বন্ধ হয়ে যেত৷ রাজ্যের মহিলারা রাখি পরিয়ে দিচ্ছেন৷ তাই ভাই হিসেবে তাদের-সহ সমগ্র ত্রিপুরাবাসীকে রক্ষা করা এবং তাঁদের কল্যাণে কাজ করা তাঁর দায়ত্ব বলেও মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *