নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ বিদ্যুৎ নিগম অফিসে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় রাজধানীতে চার যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম থানায় মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস৷ অবিলম্বে ধৃতদের নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷ টানা কয়েক ঘণ্টা পশ্চিম থানা ঘেরাও ও বিক্ষোভ সংগঠিত করার পর আটক চারজনকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়৷ তারপরই থানা ঘেরাও ও বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেয় যুব কংগ্রেস৷
যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি শান্তনু সাহা জানান, গোটা রাজ্যে তীব্র বিদ্যুৎ সঙ্কট চলেছে৷ গত ১১ আগস্ট আগরতলা শহর এলাকায় মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটে৷ তাতে শহর এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ক্ষুব্ধ জনতার একাংশ বিদ্যুৎ নিগমের অফিসগুলিতে রাতে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তখনই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ চারজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ যুব কংগ্রেসের৷ এ ধরনের ঘটনার প্রতিবাদেই যুব কংগ্রেস মঙ্গলবার পশ্চিম থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷ অবশেষে আন্দোলনের জেরে আটক চার যুবককে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়৷ তারপরই এনএসইউ আন্দোলন প্রত্যাহার করে নেয়৷