BRAKING NEWS

দিল্লি-মহারাষ্ট্র-সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচন : নির্বাচনী দায়িত্বভার বন্টন করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): আর মাত্র কয়েক মাসের অপেক্ষা| তারপরই দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানা, এই চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে| চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্ততি ইতিমধ্যেই শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানা, এই চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী দায়িত্বভার বন্টন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|

দিল্লি বিধানসভা নির্বাচন : দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) অর্পণ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাঁধে| দিল্লি বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকে|

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) অর্পণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের কাঁধে| মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এবং কর্ণাটকের প্রাক্তন বিধায়ক লক্ষ্মণ সাভাড়িকে|

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) দেওয়া হয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মাথুরের কাঁধে| ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে বিহারের মন্ত্রী নন্দ কিশোর যাদবকে|
হরিয়ানা বিধানসভা নির্বাচন : হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী ইন-চার্জ) অর্পণ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের কাঁধে| হরিয়ানা বিধানসভা নির্বাচনে সহকারী নির্বাচনী দায়িত্বভার (নির্বাচনী কো-ইনচার্জ) দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মন্ত্রী ভূপেন্দ্র সিংকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *