গবাদি পশু বিকিকিনি ও পরিবহণে পারমিট, কঠোর হল রাজ্য প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ গবাদি পশু বিক্রি এবং পরিবহণে পারমিট পদ্ধতি অতীতেও চালু ছিল রাজ্যে৷ কিন্তু, এবার ঈদ উপলক্ষ্যে আরও কঠোর হচ্ছে প্রশাসন ৷ তাছাড়া, এ-বছর ঈদের বাজারে ক্রয় করে সীমান্ত-বেড়ার গেইট অতিক্রম করা যাবে শুধু দুদিন ৷ সোনামুড়া মহকুমা প্রশাসনের কথায়, গবাদি পশু পাচার বন্ধে এই কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ঈদোৎসব উপলক্ষ্যে সোনামুড়া মহকুমায় সাতটি স্থানে গবাদি ক্রয়-বিক্রয়ে বিশেষ বাজার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


আসন্ন ঈদ উৎসব উপলক্ষ্যে সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সোনামুড়া মহকুমার সাতটি স্থানে গবাদি পশু ক্রয়-বিক্রয়ের জন্য বিশেষ বাজার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ-উপলক্ষ্যে সোনামুড়া রাজস্ব ডাক বাংলোয় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সীমান্তরক্ষী বাহিনী-সহ বিভিন্ন দফতরের আধিকারিক এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৪ আগস্ট মাছিমা সুকল মাঠে, ৬ আগস্ট মেলাঘর মোটরস্ট্যান্ড সংলগ্ণ মাঠে, ৭ আগস্ট কমলনগর সুকল মাঠে, ৮ আগস্ট বক্সনগর কমিউনিটি হল প্রাঙ্গণে, ৯ আগস্ট রহিমপুর বাজারে এবং শোভাপুর নতুনবাজারে, ১০ আগস্ট সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে গবাদি পশু ক্রয়-বিক্রয়ের বিশেষ বাজার বসবে৷ সংশ্লিষ্ট এলাকার তহশিল অফিসে ১ আগস্ট থেকে ক্রেতা-বিক্রেতাদের অনুমতিপত্র প্রদান করা হবে৷ রেশন কার্ডের ভিত্তিতে প্রতি পরিবারে একটি করে গবাদি পশু ক্রয়ের পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে সোনামুড়ার মহকুমাশাসক সুব্রত মজুমদার বলেন, গবাদি পশু ক্রয় এবং পরিবহণে অতীতেও পারমিট পদ্ধতি চালু ছিল৷ কিন্তু, এ-বছর এই পদ্ধতি কঠোর পালন করা হবে৷ তাঁর কথায়, গবাদি পশু পাচার বন্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়ার বাইরে বসবাসকারী অধিবাসীদের জন্য বিশেষ অনুমতিপত্র প্রদান করা হবে৷ বৈধ অনুমতি পত্রের ভিত্তিতে ক্রয় করা গবাদি পশু নিয়ে শুধুমাত্র ১০ এবং ১১ আগস্ট সীমান্ত বেড়ার গেইট অতিক্রম করা যাবে৷ এ-ব্যাপারে সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে৷


তিনি বলেন, অতীতে ঈদ উপলক্ষ্যে বিশেষ বাজার শুরুর দিন থেকেই সীমান্ত-বেড়ার গেইট অতিক্রম করে গবাদি পশু নেওয়া যেত৷ কিন্তু, এ-বছর তাতে কঠোর হয়েছে প্রশাসন৷ তিনি আরও জানান, অনুমতিপত্রের তালিকা বিএসএফ-কেও প্রদান করা হবে৷ যাতে, গবাদি পশু পরিবহণে কাউকে হয়রানি করা না হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *