BRAKING NEWS

ভোট গণনা শান্তিতে করার জন্য ডিজিপি সকাশে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ বিপ্লব অ্যান্ড কোম্পানির জন্যই ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৮৬ শতাংশ আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি কংগ্রেস দলের প্রার্থীরা৷ এই জুমলা সরকার রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে৷ এই মন্তব্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের৷ মঙ্গলবার তাঁর নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব সিং-এর কাছে স্মারকলিপি দিয়ে আসার পথে এই মন্তব্য করেন৷


গোপাল রায় বলেন, রাজ্য জুড়ে তীব্র সন্ত্রাস হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে৷ কংগ্রেস দলের কারও হাত কেটে ফেলা হয়েছে, কাউকে-বা খুন করার জন্য আঘাত করা হয়েছে৷ এই সকল কারণে মাত্র ১৪ শতাংশ আসনে তাঁরা প্রার্থী দিতে পেরেছেন৷ এই আসনগুলির ভোট গণনা যাতে শান্তিপূর্ণ ভাবে শেষ করা যায় এই দাবি জানিয়ে তাদের এই ডেপুটেশন প্রদান বলেও জানান তিনি৷ সেই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন, আামীকাল ভোট গণনার দিন কোনও কংগ্রেস কর্মীর উপর আক্রমণ আসবে না এই নিশ্চয়তা দিতে হবে পুলিশকে৷


তাঁদের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত ডিজি নাকি গণনার দিন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন, জানান গোপাল রায়৷ সেই সঙ্গে তিনি এ-ও জানিয়ে রাখেন, যদি একজন কংগ্রেস কর্মীর উপর আক্রমণ হয় তবে তাঁরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন৷
গোপাল রায়ের সঙ্গে ডেপুটেশন দিতে আজ পুলিশের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন দলের মহিলা নেত্রী তথা প্রাক্তন বিধায়ক লক্ষ্মী নাগ, যুব নেতা সম্রাট রায়-সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *