ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট শনিবার, ভাগ্য নির্ধারণ ৯৯৪টি আসনে ২,৪৩৮ জন প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ আগামীকাল ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন৷ বিজেপি গ্রাম পঞ্চায়েতে ৫,২৭৮টি, পঞ্চায়েত সমিতিতে ৩৩৭টি এবং জেলা পরিষদে ৩৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে৷ আগামীকাল ত্রিস্তরীয় পঞ্চায়েতে ৯৯৪টি আসনে অনুষ্ঠেয় নির্বাচনে ২,৪৩৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ গণনা হবে ৩১ জুলাই৷ এদিকে, আজ সন্ধের মধ্যেই ভোট কর্মীরা ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন৷


ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় উন্মাদনা রয়েছে৷ সমস্ত রাজনৈতিক দল নিজ নিজ এলাকায় প্রচার করেছেন৷ তবে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে সমস্ত আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি৷ কেবলমাত্র শাসক দল বিজেপি সব আসনে প্রার্থী দিয়েছে৷ তেমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল৷


ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৬,১১১টি, পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি এবং জেলা পরিষদে ১১৬টি আসন রয়েছে৷ তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি, পঞ্চায়েত সমিতিতে ৮২টি এবং জেলা পরিষদের ৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ তাতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থীরা ৮৫৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন৷


শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার জিকে রাও জানিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতে ১,৮৪৮টি বুথে ভোট গ্রহণ করা হবে৷ তিনি বলেন, এই নির্বাচনে বিজেপি প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ সে-ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি আসনে সিপিএম-এর ৩৯৩ জন, কংগ্রেসের ৬১২ জন, আইপিএফটির ৩৭ জন, সিপিআই-এর ৪ জন, নির্দল ৯১ জন এবং অন্যান্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৮৩৩ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২,০০৯ জন৷

সাথে তিনি বলেন, পঞ্চায়েত সমিতিতে ৮২টি আসনে সিপিএম-এর ৫৬ জন, কংগ্রেসের ৬০ জন, আইপিএফটি-র ২ জন, সিপিআই-এর ১ জন, নির্দল ১০ জন এবং অন্যান্য ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৮২ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২১২ জন৷ এছাড়া, জেলা পরিষদে ৭৯টি আসনে সিপিএম-এর ৬৭ জন, কংগ্রেসের ৬৩ জন, আইপিএফটি-র ২ জন, ফরোয়ার্ড ব্লকের ৪ জন এবং নির্দল ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৭৯ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২১৭ জন৷ সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে মোট প্রার্থী ২,৪৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বলেন তিনি৷


জিকে রাও-এর কথায়, ভোট কর্মীরা আজ সন্ধের মধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন৷ এছাড়া, নিরাপত্তার দায়িত্বে টিএসআর, পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে৷ তিনি জানিয়েছেন, নির্বাচনে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও বুথ ও স্ট্রংরুম ছাড়া অন্যত্র নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *