মিজোরামে প্রত্যাবর্তন, রাজ্যে আশ্রিত ২৬ সহস্রাধিক রিয়াং শরণার্থী শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের জন্য শনাক্তকরণ প্রক্রিয়া সমাপ্ত হলেও তাদের তালিকা এখনও প্রকাশিত হয়নি৷ সম্ভবত, ২৬ সহস্রাধিক রিয়াং শরণার্থী মিজোরামে প্রত্যাবর্তনের জন্য শনাক্ত হয়েছেন৷


সূত্রের খবর, উত্তর ত্রিপুরা জেলায় ছয়টি শরণার্থী শিবিরে ৪,২৭৮টি পরিবারে ২৬,১২৮ জন রিয়াং শরণার্থীকে মিজো আধিকারিকরা শনাক্ত করেছেন ৷ তাঁদের মিজোরামে নাগরিকত্বের প্রমাণ মিলেছে ৷ তবে, সরকারিভাবে এখনও এ-বিষয়ে কোনও ঘোষণা হয়নি ৷ মিজোরাম সরকার রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের বিষয়ে আরও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবে বলে সূত্রের খবরে জানা গিয়েছে৷


মিজোরাম সরকারের গৃহসচিব লালবিয়াকজামা জানিয়েছেন, রাজ্যে শরণার্থী শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের শনাক্ত করে মিজো আধিকারিকরা ফিরে এসেছেন৷ গত ৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যে শনাক্তকরণ প্রক্রিয়া চলেছে৷ তাতে শরণার্থীদের বিভিন্ন নথি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, ২৬,১২৮ জন ব্রু শরণার্থী চিহিণত হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের নথি মিজোরাম সরকার পুনরায় খতিয়ে দেখবে ৷ মিজোরামের নাগরিক নন, এই বিষয়টি সুনিশ্চিত করতে হবে, বলেন তিনি ৷


প্রসঙ্গত, রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে ইতিপূর্বে বহুবার প্রয়াস নেওয়া হয়েছে৷ কিন্তু বার বারই সে সব প্রয়াস ভেস্তে গিয়েছে৷ তবে, এবার কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থীদের নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে৷ তাঁরা মিজোরামে ফিরে না গেলে তাঁদের রেশন সামগ্রী-সহ সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, এবার রিয়াং শরণার্থীরা স্থায়ীভাবে মিজোরামে ফিরে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *