পাক আকাশে প্রত্যাহার ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা, ভারতও খুলল আকাশসীমা

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| পুলওয়ামা হামলার প্রত্যাঘাতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা| তারপর থেকেই পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান সংস্থাগুলির উড়ানে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল| অবশেষে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য সুখবর| পাক আকাশসীমায় ভারতের সমস্ত অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল ইমরান খান সরকার| মঙ্গলবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে| শুধুমাত্র পাকিস্তান নয়, ভারতও খুলে দিয়েছে আকাশসীমা| ভারতীয় আকাশসীমায় পাকিস্তানি এয়ারলাইন্সের বিমানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে|

পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এই মুহূর্ত থেকে পাকিস্তানের আকাশ খুলে দেওয়া হল সমস্ত ধরনের অসামরিক বিমান চলাচলের জন্য|’ পাকিস্তানের পাশাপাশি ভারতও তুলে নিয়েছে নিষেধাজ্ঞা| কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, পাকিস্তান আকাশসীমায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে| প্রসঙ্গত, পাকিস্তানের নিষেধাজ্ঞার জেরে ক্ষতির বোঝা বইতে হয়েছিল এয়ার ইন্ডিয়াকে| ইমরান খান সরকারের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে লাভবান হবে এয়ার ইন্ডিয়া| খুশি হয়েছে দেশের অন্যান্য বিমান সংস্থাগুলিও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *