BRAKING NEWS

মুম্বইয়ে বহুতল ভেঙে নিহত ১০, এখনও ধ্বংসস্তূপের তলায় আরও ৪০, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মুম্বই, ১৬ জুলাই (হি. স.) : পূর্ব মালাডের স্মৃতি অক্ষত রেখেই ফের ভেঙে পড়ল একটি চারতলা বহুতল। ঘটনাস্থল মুম্বইয়ের ডোংরি। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ আচমকাই ডোংরি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা বহুতল। ধ্বংসস্তূপের তলায়  ৪০ জনের বেশি মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের। ঘটনাস্থলে প্রথমেই আসে দমকল বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত ও আহত ৮। উদ্ধার কাজ এখনও চলছে। উদ্ধার কাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। প্রায় দু’বছর আগেই দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিংটিকে বিপজ্জনক হিসাবে ‘সি-১’ শ্রেণীভুক্ত করে খালি করার নোটিশ দিয়েছিল বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন)। মঙ্গলবার ওই চারতলা বহুতল ভেঙে পড়ার পর প্রকাশ্যে এসেছে বিএমসির সেই নোটিশ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এদিন জানিয়েছেন, “প্রাথমিকভাবে যে তথ্য আমি পেয়েছি তাতে ১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যান্ডেল স্ট্রিটের ওই কেশরবাই বিল্ডিংটি ১০০ বছরের পুরনো। এখন আক্রান্তদের উদ্ধার করাই আমাদের প্রাথমিক কর্তব্য। ঘটনার তদন্ত হবে।” ঘটনাস্থলে এসেছেন মুম্বই পুলিশ কমিশনার সঞ্জয় বারভে এবং জোন ১-এর পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) অভিষেক ত্রিমুখে। বিএমসি-র সিপিআরও (চিফ পাবলিক রিলেশন অফিসার) জানিয়েছেন, বিএমসি-র পক্ষ থেকে শহরের ইমামবাড়া মিউনিসিপাল সেকেন্ডারি গার্লস স্কুলে একটি ত্রাণশিবির খুলে দুর্গতদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়েছে।  গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং মিলিন্দ দেওরা। বিজেপি সভাপতি অমিত শাহও শোক প্রকাশ করেছেন 

বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন) সূত্রের খবর, মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিং ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-ও উপস্থিত হয়েছে ইতিমধ্যে। কমপক্ষে ৪০ জনেরও বেশি মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশংকা প্রশাসনের। উদ্ধারকার্য চলছে। কিন্তু, বারবার এভাবে বিল্ডিং বা প্রাচীর ভেঙে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিএমসি।  
প্রায় দু’বছর আগে দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিংটিকে বিপজ্জনক হিসাবে ‘সি-১’ শ্রেণীভুক্ত করে খালি করার নোটিশ দিয়েছিল বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন)। মঙ্গলবার ওই চারতলা বহুতল ভেঙে পড়ার পর প্রকাশ্যে এসেছে বিএমসির সেই নোটিশ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এদিন জানিয়েছেন, “প্রাথমিকভাবে যে তথ্য আমি পেয়েছি তাতে ১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যান্ডেল স্ট্রিটের ওই কেশরবাই বিল্ডিংটি ১০০ বছরের পুরনো। এখন আক্রান্তদের উদ্ধার করাই আমাদের প্রাথমিক কর্তব্য। ঘটনার তদন্ত হবে।”
বিএমসি থেকে এদিন প্ৰকাশিত ২০১৭ সালের ৭ অগাস্টের নোটিশে বলা হয়েছিল, “কেশরবাই বিল্ডিংটি ‘সি ১’-এর শ্রেণীভুক্ত করা হল, তাড়াতাড়ি ভেঙে ফেলার জন্য এখানে বসবাসকারীদের স্থানান্তর করতে হবে। কোনও দুর্ঘটনার ঘটলে বিএমসি দায়ী থাকবে না।” মঙ্গলবার বেলা বারোটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিং ভেঙে পড়ে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর ডিজি এস এন প্রধান জানিয়েছেন, “এনডিআরএফ-এর তিনটি দল উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। বিল্ডিংটির কাছে পৌঁছনোর রাস্তা ভীষণ সংকীর্ণ হওয়ায় উদ্ধারকারীদের গাড়ি ভেতরে ঢুকতে পারছে না। তাই উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পায়ে হেঁটেই নিয়ে যেতে হচ্ছে বাহিনীকে।” 
দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকায় ট্যান্ডেল স্ট্রিটে চারতলা বিশিষ্ট কেশরবাই বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “ডোংরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মহারাষ্ট্র সরকার, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকার্যের সঙ্গে সঙ্গে দুর্গতদের পাশে রয়েছে।” এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বলেছেন, “ইতিমধ্যেই মুম্বইয়ে এটি তৃতীয় ঘটনা। প্রশাসন কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না? দুর্ঘটনাগ্রস্তদের আমার গভীর সমবেদনা জানাই। কংগ্রেসের সকল কর্মীদের যতদূর সম্ভব সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত।” মিলিন্দ দেওরা বলেছেন, মুম্বইবাসীর উচিত এই ঘটনার জন্য প্রশাসনের কাছে চাওয়া হয়েছে। শোকপ্রকাশ করে অমিত শাহ বলেছেন, নিহতদের পরিবারবর্গদের সমবেদনা জানাই। উদ্ধার কাজ জোর কদমে চলছে। পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের উদ্ধার কাজে নামানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *