BRAKING NEWS

ছাত্র-ছাত্রিদের নিয়ে বিজ্ঞান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ব্রেকথ্রো সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্ঢারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও বিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রিদের নিয়ে এক বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হয়৷ রাজধানীর মাতঙ্গিনী প্রতিলতা হলে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান শিবির৷ ছাত্র-ছাত্রিদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়৷

এইদিনের শিবিরে ডারউইনের বিবর্তনবাদ, প্রাণীর সৃষ্টি তত্বের ইতিহাস নিয়ে আলোচনা হয়৷ আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক জ্যোতিপ্রকাশ রায় চৌধুরী৷ বর্তমানে বিজ্ঞানের নামে বিভিন্ন অবৈজ্ঞানিক বিষয় পাঠ্যসুচিতে ঢোকানো হচ্ছে৷ এই অবৈজ্ঞানিক চিন্তা ধারা আটকানোর জন্য, ছাত্র-ছাত্রীদের মধ্যে যথার্থ বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে সমগ্র দেশ ব্যাপী ব্রেকথ্রো সাইন্স সোসাইটি কর্মসূচি গ্রহণ করেছে৷ তারই অঙ্গ হিসাবে এইদিনের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান অল ইন্ডিয়া ব্রেকথ্রো সাইন্স সোসাইটির অফিস সেক্রেটারি ডঃ তপন কুমার শিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *