হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ৷ মোট পাঁচটি মোবাইল উদ্ধার করে বৃহস্পতিবার মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দিয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ৷

এ-বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এসআই মঙ্গেশ পাটারি জানান, বিভিন্ন সময়ে মোবাইল হারানোর খবর থানায় নথিভুক্ত করেছেন অনেকেই৷ তার মধ্যে পাঁচটি হারানো মোবাইল খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় আমাকে৷ তিনি বলেন, মোবাইলগুলির আইইএমআই নম্বর ট্র্যাক করে প্রযুক্তির সহায়তায় লোকেশান খুঁজে বের করা হয়৷ এতে দেখা যায়, পাঁচটি মোবাইল পাঁচজনের কাছে রয়েছে৷ তিনি জানান, প্রযুক্তিকে ব্যবহার করে তাদের মোবাইল নম্বর খুঁজে বের করা হয়৷ সে মোতাবেক তাদের সাথে যোগাযোগ করা হয়েছে৷ তিনি বলেন, প্রত্যেকেই জানিয়েছেম তারা মোবাইল অন্যের কাছ থেকে ক্রয় করেছেন৷ তবে, তারা মোবাইলগুলি বিনা শর্তে ফিরিয়ে দিতে রাজি হয়েছেন৷

মঙ্গেশ পাটারির কথায়, ওই পাঁচজনকে জেরায় স্পষ্ট হয়েছে, তারা মোবাইল চুরি করেননি৷ ফলে, তাদের বক্তব্য সত্য ধরে নিয়ে তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছি না, বলেন তিনি৷ পাটারির বক্তব্য, পাঁচটি মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁরাও মোবাইল ফিরে পেয়ে ভীষণ খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *