উত্তর-পূর্বাঞ্চলে অবশিষ্ট ব্রডগেজ লাইনে বৈদ্যুতিকরণ ২০২১-২২ অথবর্ষে সমাপ্ত হবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ উত্তর-পূর্বাঞ্চলে অবশিষ্ট ব্রডগেজ লাইনে বৈদ্যুতিকরণের কাজ ২০২১-২২ অর্থবর্ষের মধ্যেই সমাপ্ত হবে৷ লোকসভায় এ-কথা জানালেন রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল৷
বুধবার লোকসবায় প্রশোত্তর পর্বে ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক উত্তর-পূর্বাঞ্চলের রেল সংযোগ সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ উত্থাপন করেন৷ জবাবে রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল জানান, ১৪টি নতুন লাইন এবং ৬টি ডাবল লাইনের কাজ বিভিন্ন স্তরে সমাপ্তির অপেক্ষায় রয়েছে৷ ওই প্রকল্পগুলি বাস্তবায়নে মোট ১৭৮৩ কিলোমিটার রেললাইনে কাজ হবে, তাতে ৬৮ হাজার ৪০১ কোটি টাকা ব্যয় ধররা হয়েছে৷ তিনি জানান, চলতি বছরে মার্চ পর্যন্ত ৩৫৩ কিমি কাজ সম্পন্ন হয়েছে তাতে খরচ হয়েছে ১৭ হাজার ৬৮৫ কোটি টাকা৷ এছাড়াও ২০১৯-২০ অর্থবর্ষের অন্তবর্তী বাজেটে অতিরিক্ত ৩৫৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷


এদিন রেল মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলে অরুনাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরা এবং মিজোরামে অবশিষ্ট ব্রডগেজ লাইন বৈদ্যুতিকরণের কাজ ২০২১-২২ অর্থবর্ষের মধ্যেই সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নে গতি বাড়াতে ভারতীয় রেল রেল সম্প্রসারনে দূরন্ত গতিতে কাজ করে চলেছে৷


এদিকে, রেল লাইন সম্প্রসারণ এবং নতুন লাই নির্মাণের ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলে ভৌগলিক এবং আঞ্চলিক সমস্যা সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে বাধার সৃষ্টি করে থাাকে৷ জমি অধিগ্রহণ, বন মন্ত্রকের অনুমোদন, নির্মাণ সামগ্রীর পরিবহন, শ্রমিকদের নানা সমস্যা ও তাঁদের দাবি-দাওয়া, পরিবেশ, আবহাওয়া ইত্যাদি প্রতিকূলতা কাটিয়ে ভারতীয় রেল উত্তর-পূর্বাঞ্চলে রেল লাইন সম্প্রসারিত করে চলেছে৷ তাই কার্য সম্পাদনে সামান্য বিলম্ব হয়ে থাাকে৷ তবে, দেশের স্বার্থে সমস্ত প্রতিকূলতা সত্বেও ভারতীয় রেল অবিষ্ট লক্ষ্যে পৌছানোর দৃঢ় সংকল্প নিয়েছে, বলেন রেলমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *