BRAKING NEWS

রাজ্যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থদের অভিযোগ পরীক্ষার নীতি নির্ধারিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ রাজ্যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থদের অভিযোগ পরীক্ষা করার কমিটির বৈঠকে নীতি নির্ধারিত হয়েছে৷ গত ২৫ জুন ওই বৈঠকে পরীক্ষার জন্য অভিযোগের বিষয় নির্দিষ্ট করেছে কমিটি৷


আইমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারের সদস্যগণ তাদের বক্তব্য উল্লেখ করে অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র দপ্তর (কমিটির আহ্বায়ক) সচিবালয়, আগরতলার কাছে স্মারকলিপি জমা দিতে পারবেন৷ যেসব ক্ষেত্রে কমিটি তাদের স্মারকলিপি পরীক্ষা করে দেখবে তা হলো, যেসব ক্ষেত্রে এফ আই আর করা হয়েছিলো কিন্তু এফ আর টি আদালতে পেশ করা হয়েছে৷ অথবা যেসব ক্ষেত্রে তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করেছিলেন কিন্তু বিচারের আগেই আদালত অভিযুক্তকে মুক্তি দিয়েছে৷ অথবা, যেখানে এফ আই আর নিতে অস্বীকার করা হয়েছিলো, যদিও সুুনির্দিষ্ট অপরাধের ঘটনা ঘটেছিলো এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারের সদস্যগণ পরবর্তী পদক্ষেপ নিয়েছেন৷


আইনমন্ত্রী রতন লাল নাথ জানান, গত ৬ জুন এই কমিটি গঠিত হয়েছিল৷ গত ২৫ জুন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, ওই সিদ্ধান্তগুলি নিয়েছে কমিটি৷
আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, দীর্ঘ ২৫ বছরে বহু মানুষ রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন৷ বহু মানুষ নির্মমভাবে খুন হয়েছেন৷ অথচ ওই ঘটনায় আজও বিচার হয়নি এমন বহু মামলা হিমঘরে পড়ে রয়েছে৷ তিনি বলেন, রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন, কিন্তু বিচার হয়নি৷ অথচ পরিবারের দাবি, সঠিক তদন্তের অভাবেই দোষীর সাজা হয়নি, এমন মামলা পরীক্ষা নিরিক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটি পুরনো মামলায় তদন্ত করবে৷ মামলার গভীরে গিয়ে খতিয়ে দেখবে৷ তার ভিত্তিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে৷


আইনমন্ত্রীর কথায়, এখন এই কমিটি স্বরাষ্ট্র দপ্তরের সাথে মিলে নীতি নির্ধারণ করবে৷ তারপর, রাজনৈতিক হিংসার পুরনো মামলাগুলি নিয়ে পরীক্ষা নিরিক্ষা শুরু হবে৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে রাজনৈতিক স্বার্থে বহু খুনী অবাধে ঘোরাফেরা করছে৷ পুলিশের তদন্তে গাফিলতির কারণে এবং দূর্বল চার্জশীট খুনের মামলায় বিচার হয়নি৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন প্রত্যেকটি মামলা নতুন করে পরীক্ষা নিরিক্ষা করা হবে৷ কেন বিচার হয়নি, তা খতিয়ে দেখবে কমিটি৷ পাশাপাশি, সমস্ত বিষয় পরীক্ষা নিরিক্ষার পর ত্রিপুরা সরকারের কাছে ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে৷ তাঁর সাফ কথা, রাজনৈতিক হিংসায় খুনের ঘটনায় কোন দোষী পার পাবে না৷ তার সাজা নিশ্চিত করার সুপারিশ করবে এই কমিটি৷


এদিকে, বিগত দিনে বিরোধী দলের অনেকের উপর মিথ্যা মামলা ঝুলছে৷ এই কমিটি ওই মামলাগুলিও পরীক্ষা নিরিক্ষা করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে৷ তাতে, মিথ্যা মামলা প্রমাণিত হলে তা প্রত্যাহারেরও সুপারিশ করবে কমিটি৷


প্রসঙ্গত, রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের অভিযোগ পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছে৷ আইন দপ্তরের প্রধান সচিব এই কমিটির সদস্য এবং স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব এই কমিটির আহ্বায়ক৷


চানমোহন ত্রিপুরা, বীরলাল সরকারদের মতো বহু বিরোধী কর্মী সমর্থক বিধানসভা নির্বাচনের আগে খুন হয়েছেন৷ এমনকি নেতাও রয়েছেন যারা নির্মমভাবে খুন হয়েছেন৷ অথচ, তাঁদের খুনিরা আজ পর্যন্ত সাজা পাননি৷ রাজ্য সরকারের এই কমিটি ওই খুনের ঘটনাগুলি কবর খুড়ে বের করবে বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *