BRAKING NEWS

জলবায়ু পরিবর্তন রোধে যথাযথ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার, দাবি জাভরেকরের

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) :  জলবায়ু পরিবর্তন নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে এমনই জানালেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর। 

এদিন রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ রেবতী রমণ সিং পরিবেশমন্ত্রী কাছে জানতে চান জলবায়ু পরিবর্তনের প্রভাব গোটা দেশজুড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে। এর উত্তরে প্রকাশ জাভরেকর বলেন, প্রশাসন  একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু রোধে রাষ্ট্রসঙ্ঘের দেখানো পথ ধরেই কাজ করা হয়েছে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও বিষয়টি নিয়ে সরব হয়েছে ভারত। প্যারিস চুক্তির উপর ভিত্তি করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩৩ থেকে ৩৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বিদ্যুত উৎপাদনে প্রচলিত (জীবাশ্ম) শক্তির ব্যবহার কমিয়ে দিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ অপ্রচলিত শক্তি ব্যবহার করা হবে।

এমনকি বনাঞ্চলের আয়োতম বৃদ্ধির উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্লাবের জায়গায় এলইডি ব্যবহার বাড়ানো হয়েছে। ২০২২ সালের মধ্যে যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারের উপর পুরোপুরি নিয়ন্ত্রিত করা হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ভারত দৃঢ় প্রতিজ্ঞ। 
এদিন সমাজবাদী পার্টির সাংসদ রেবতী রমণ সিং বলেন, কেরল এমন ভয়াবহ বন্যা জীবনে দেখিনি। এমনকি চেন্নাইতেও বন্যা হয়েছিল। এখন খরা চলছে। হিমালয়ে বরফ গলছে। বর্ষা আসার আগেই উত্তর ভারতে বৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *