BRAKING NEWS

আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে বিএসএফ-এর মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ আন্তর্জাতিক মাদক এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে ত্রিপুরায় বাই-সাইকেল মিছিলের আয়োজন করে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্স৷ মূলত এদিন বিএসএফ-এর তরফে দুটি মিছিলের আয়োজন করা হয়৷ একটি মিছিল শুরু হয় পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার বিএসএফ ক্যাম্প থেকে এবং ওপরটি শুরু হয় পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার রায়মুড়া বিওপি থেকে৷


শতাধিক বিএসএফ জওয়ান বাই-সাইকেল নিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে প্রায় ৪০ কিমি দূরে আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পর্যন্ত আসেন৷ এখানেই মিছিলটি শেষ হয়৷ এই সাইকেল মিছিলে বিএসএফ জওয়ানরা মাদক ও নেশাজাতীয় দ্রব্য সেবনের নানা কুফল লেখা ও ছবি সংবলিত প্ল্যা-কার্ড সঙ্গে করে নিয়ে আসেন৷ রাজ্যের যুবসমাজকে নেশাদ্রব্য ও ড্রাগস-এর কুফল সম্পর্কে সচেতন করা, চোরাচালনকারীদের এই সকল পেশা থেকে সরে এসে সুস্থ ও সুন্দর জীবনযাপনের আহ্বান জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানরা জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *