শ্রীনগর, ২৬ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে বুধবারই জম্মু ও কাশ্মীরে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কয়েক ঘণ্টা আগে ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে সুরক্ষা বাহিনীর। জম্মু কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কাহিল ত্রালের ব্রানপাত্রি জঙ্গলে ২-৩ জন সন্ত্রাসবাদীকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় কাহিল ত্রালের ব্রানপাত্রি জঙ্গলে লুকিয়ে রয়েছে ২-৩ জন সন্ত্রাসবাদী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ভোরে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ-এর ১৮ ব্যাটেলিয়ন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালালে পাল্টা গুলি ছোড়েন জওয়ানরাও। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। প্রসঙ্গত, বুধবারই দু’দিনের সফরে জম্মু ও কাশ্মীরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।