BRAKING NEWS

আক্রান্ত সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে খোঁজ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ সোমবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা এবং সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য মানিক সরকার সিপাহিজলা জেলার অন্তর্গত বিশালগড় মহকুমার কাঞ্চনমালা এলাকা পরিদর্শন করেন৷ অভিযোগ, এই এলাকায় আজ (২৪ মে) ভোররাতে একদল বাইক বাহিনী সিপিআইএম দলের কর্মী ও সমর্থকদের বাড়িতে আক্রমণ চালিয়েছে৷ তাঁদের ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছে৷ এমন-কি মারধরও করা হয়েছে৷


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, যাদের বাড়িঘরে আক্রমণ চালানো হয়েছে তারা সকলে বিরোধী সিপিআইএম দলের সমর্থক৷ আর যারা আক্রমণ চালিয়েছে তারা শাসকদল বিজেপি সমর্থক৷ তারা এলাকায় বাইক নিয়ে এসে বিজয় মিছিলের নামে এক একটি বাড়িতে বড় অঙ্কের টাকা দাবি করেছে বলে অভিয়োগ৷ যারা টাকা দিতে অস্বীকার করেছেন বা টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেছেন তাদের মারধর করেছে দুর্বৃত্তের দল৷


স্থানীয় এক বাসিন্দা সুরেশ দাস জানান, এই দুষৃকতীর দল তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল৷ তিনি ৫ হাজার টাকা দিতে পেরেছেন৷ পরে আরও ৫০ হাজার টাকা দেওয়ার দাবি তারা করেছে বলেও জানান তিনি৷ আবার কিছু কিছু বাড়িতে একাধিকবার আক্রমণ চালানো হয়েছে বলেও দাবি করেন সুরেশ দাস৷ তিনি বলেন, তারা আতঙ্কে রয়েছেন, আবার কখন আক্রমণ সংগঠিত করে৷ ফলে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন বলে এলাকাবাসীর একাংশ জানান৷


মানিক সরকার আজ এলাকাটি ঘুরে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেছেন৷ সম্পূর্ণ এলাকাটি ঘুরে দেখে ফেরার সময় সংবাদ মাধ্যমে জানান, এই এলাকাটির লোকজন দীর্ঘদিন ধরে বামপন্থী অন্দোলনের সঙ্গে যুক্ত৷ তাই শাসকদলের তরফে বাইরে থেকে দুষৃকতী পাঠিয়ে এদের ভয়ভীতি দেখিয়ে শাসকদলে নিয়ে যেতে চাইছে৷ কিন্তু এলাকাবাসী সাহসের সঙ্গে তার মোকাবিলা করেছেন বলে তিনি দাবি করেছেন৷ এর জন্য তিনি এলাকাবাসীদের ধন্যবাদও জানান৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, দুষৃকতীরা বাইরে থেকে এসে সন্ত্রাস চালিয়েছে৷ কিছু কিছু লোককে যেমন শারীরিকভাবে নিগ্রহ করেছে আবার অনেকের ঘরের সামগ্রীও লুটপাট তারা করেছে বলে অভিযোগ করেন সরকার৷ শাসকদলের নেতৃবৃন্দ যদি এই সব বন্ধে উদ্যোগী না হয় তবে তা চলতে থাকবে বলেও মত ব্যক্ত করেন মানিক সরকার৷


তিনি কি বিষয়টি নিয়ে সরকার পক্ষের সঙ্গে কথা বলবেন? সাংবাদিকদের তরফে এই প্রশ্ণ করা হলে মানিক সরকারের উত্তর, এ-সব ঘটনার বিষয়ে রোজ পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে৷ সরকার তো এগুলি দেখছে, কিন্তু সমস্যা হলো, সরকারের সঙ্গে এ-সব কথা নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার কথা বলতে রাজি নয়, অভিযোগ করেন তিনি৷ সেই সঙ্গে আবেদন জানান এ-সব হামলা-হুজ্জতি বন্ধ করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *