BRAKING NEWS

বিজেপির ধলাই জেলার দুটি মন্ডলের সভাপতি বদল, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে নতুন করে সাজানোর কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি৷প্রদেশ বিজেপির নির্দেশ অনুযায়ী ধলাই জেলার দুইটি মন্ডলের মন্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে৷ ৪৬ সুরমা মন্ডলের মন্ডল সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তোষ কুমার দাস, এবং ৪৮ করমছড়া মন্ডলের মন্ডল সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে চেঞ্জাক ধন ত্রিপুরাকে৷

সোমবার দুপুরে বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সুরমা ও করমছড়া মন্ডলের নতুন সভাপতি দ্বয়ের নাম ঘোষণা করেন বিজেপির ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা৷ নাম ঘোষণার পর নতুন মন্ডল সভাপতিদের স্বাগত জানান তিনি৷ সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি পরিমল দেববর্মা জানান দলের সংবিধান অনুযায়ী তিন বছর পর পর পদ পরিবর্তন হয়৷ তারই অঙ্গ হিসেবে সুরমা ও করমছড়া মণ্ডলের সভাপতি পরিবর্তন করা হয়েছে৷


এদিকে, সুরমা মন্ডলের সভাপতি পরিবর্তন করার পর মরাছড়া পার্টি অফিসে কিছু ক্ষুব্ধ কর্মী সমর্থক ভাঙচুর চালায় এবং পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছে৷ যদিও এই ব্যাপারে ধলাই জেলা কমিটির তরফ থেকে কোন নেতৃত্ব মুখ খুলতে নারাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *