BRAKING NEWS

কাকড়াবনে রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ নাবালিকা, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ জুন৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু শয্যায় এক নাবালিকা৷ ঘটনা সোমবার দুপুরে উদয়পুর মহকুমাধীন কাকরাবন থানার অন্তর্গত মগপুস্করিনী এলাকায়৷ অগ্ণিদগ্দ নাবালিকার নাম প্রিয়া দে (১৭)৷ পিতা টুটন দে৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ খবর পেয়ে কাকরাবনের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে অগ্ণিদগ্দ নাবালিকাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷


এই ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে অগ্ণিদগ্দ নাবালিকা কন্যা প্রিয়া দে জানান, চুল্লীতে আগুন ধরাতে গিয়ে গায়ে কেরোসিন পড়ে আগুন লেগে যায়৷ পরে চিৎকার চেঁচামেচি শুরু করার পর প্রতিবেশীরা ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সে জানায় তখন বাড়িতে কেউ ছিলোনা৷ এদিকে হাসপাতালে অগ্ণিদগ্দ নাবালিকার এক দাদু জানান ঘরে তখন একজন ছেলেও ছিলো৷ আবার একটি ছেলে দমকল গাড়ির আসার কিছুক্ষন পরই হাসপাতালে ছুটে আসে৷ অগ্ণিদগ্দ নাবালিকা কন্যার মা খবর শুনে কাজ থেকে দৌড়ে হাসপাতালে এসে মেয়ের এই অবস্থাদেখে কান্নায় ভেঙে পড়েন৷

এই ব্যাপারে গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন অগ্ণিকাণ্ডে নাবালিকার শরীরের আশি শতাংশ ঝলসে যায়৷ অবস্থা গুরুতর হওয়াই প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করে দেওয়া হয়৷ এদিকে এই নাবালিকা কন্যার অগ্ণিদগ্দ হওয়ার ঘটনাটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা৷ উঁকি দিচ্ছে নানা প্রশ্ণ৷ পুলিশি সঠিক তদন্তেই বেরিয়ে আসুক আসল রহস্য সেটাই চাইছে সকলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *