BRAKING NEWS

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তানের

লন্ডন, ২৩ জুন (হি.স.) : ভারতের কাছে হারের ধাক্কা সামলে উঠে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে লর্ডসে নামছে পাকিস্তান৷ এদিন টস জিতে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ তিনি বলেন, ‘কিছুঘাস থাকলেও দেখে মনে হচ্ছে ব্যাটিং পিচ৷ সুতরাং প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তুলতে পারলে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখা যাবে৷ আমরা এই মুহূর্তে চাপ নিয়ে ভাবছি না৷ আমাদের লক্ষ্য থাকছে ম্যাচে৷ সেটাই এখন আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ৷’  যদিও শেষ চারের দরজা সরকারিভাবে এখনও বন্ধ হয়ে যায়নি৷ তবে সেমিফাইনালের টিকিট আদায় করার কাজটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সন্দেহ নেই৷

অন্যদিকে খাতায়-কলমে শেষ চারের দরজা খোলা থাকলেও দক্ষিণ আফ্রিকার পক্ষে কার্যত সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়৷ বিশ্বকাপের বাকি লিগ ম্যাচগুলি প্রোটিয়াদের কাছে নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়ালেও সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া ডু’প্লেসিরা মরণ কামড় দিতে তৈরি পাকিস্তানকে৷

প্রোটিয়া দলনায়ক ফ্যাফ ডু’প্লেসি অবশ্য স্পষ্ট জানিয়ে দেন যে, টস জিতলে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নিতেন৷ সেদিক থেকে টসের ফলাফলে দু’দলেরই খুশি হওয়ার কথা৷

এদিন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিককে বাদ দেওয়া হয় দল থেকে৷ বাদ পড়েন হাসান আলিও৷ তাঁদের জায়গায় দলে আসেন হ্যারিস সোহেল ও শাহীন শাহ আফ্রিদি৷ পাকিস্তান তাদের প্রথম একাদশে জোড়া রদবদল করলেও দক্ষিণ আফ্রিকা গত ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামার সিদ্ধান্ত নেয়৷

পাকিস্তান দল: ফরক জামান, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হ্যারিস সোহেল, ইমদ ওয়াসিম, শাদব খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমের ও শাহীন শাহ আফ্রিদি৷

দক্ষিণ আফ্রিকা দল: হাসিম আমলা, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), ফ্যাফ ডু’প্লেসি (ক্যাপ্টেন), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকাওয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুঙ্গি এনগিদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *