BRAKING NEWS

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, হিমাচলের মাণ্ডিতে বাস উল্টে আহত ৩০ জন যাত্রী

মাণ্ডি (হিমাচল প্রদেশ), ১৯ জুন (হি.স.): হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস| বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মাণ্ডি জেলার কোতলি এলাকায়| সৌভাগ্যবশত, বাস দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, কমপক্ষে ৩০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর|

মাণ্ডি-র পুলিশ সুপার (এসপি) গুরুদেব চন্দ শর্মা জানিয়েছেন, বুধবার দুপুরে মাণ্ডি জেলার কোতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হিমাচল প্রদেশ সড়ক পরিবহণ নিগমের যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনাগ্রস্ত বাসটি সান্ধোলে থেকে মাণ্ডি অভিমুখে যাচ্ছিল| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়| রাস্তার ধারে খাদে পড়ে গেলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *