BRAKING NEWS

সারা দেশের সাথে আজ রাজ্যেও ডাক্তারদের কর্ম বিরতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ কলকাতার এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তারের উপর আক্রমণের ক্ষোভ আছড়ে পড়েছে গোটা ভারতে৷ ডাক্তার যখন আক্রান্ত, তখন তাদের পাশে না দাঁড়িয়ে উলটে ডাক্তারদের ধমক দিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনার নিন্দা জানিয়ে আগামীকাল সোমবার সারা ভারত ব্যাপী একদিনের কর্ম বিরতির ডাক দিয়েছে দেশের ডাক্তারদের অন্যতম বড় সংগঠন ’ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)৷


আইএমএ আহূত কর্মবিরতিকে সমর্থন জানিয়েছে দেশের ডাক্তার-সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনও৷ সোমবার সকাল ৬-টা থেকে কর্মবিরতি শুরু হবে৷ এই কর্ম বিরতিতে শামিল হয়েছেন আইএমএ ত্রিপুরা শাখার সদস্যরাও৷ তাঁরা সকলে ওইদিন কালো ব্যাজ পরে হাসপাতালে উপস্থিত থাকবেন৷ কিন্তু বহির্বিভাগে কোনও কাজ করবেন না৷ তবে জরুরি বিভাগের সব পরিষেবা তাঁরা স্বাভাবিক রাখবেন বলে জানান৷


আজ রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ-কথা জানান আইএমএ-র ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী৷ তাঁদের এই কর্ম বিরতিতে সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হবে৷ কারণ রাজ্যে ডাক্তার সঙ্কট রয়েছে, সাংবাদিকদের তরফে এই প্রশ্ণ করা হলে তিনি জানান, কিছুটা সমস্যা হবে ঠিকই, তবে অন্যান্য জরুরি বিভাগ থেকে রোগীরা পরিষেবা নিতে পারবেন৷ সেই সঙ্গে তিনি জানান, তাঁরা নিজেদের নিরাপত্তার জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন৷


আজকের সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷ তবে সেই সঙ্গে তারা এ-ও জানিয়ে রাখেন, যদি আজ রাতের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে আলোচনায় বসেন তবে তাঁরা কর্মবিরতিতে না-ও যেতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *