নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ ফের উত্তপ্ত হয়ে উঠল গণ্ডাছড়া মহকুমা৷ রবিবার বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে জোট শরিক আইপিএফটির সঙ্গে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে৷
রবিবার গণ্ডাছড়া মহকুমার রইস্যাবাড়িতে বিজেপি বিজয় মিছিল সংগঠিত করে৷

বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজেপি ও আইপিএফটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ বিজয় মিছিলে ফটকা ফাটানোকে কেন্দ্র করে ঘটনায় সূত্রপাত৷ বিজয় মিছিল চলাকালে বিজেপি সমর্থকরা ফটকা ফাটালে আইপিএফটি সমর্থকরা তাতে বাধা দেয়৷ এনিয়ে মতভেদ তুঙ্গে উঠে৷ এর ফলে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হয়৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ আহতরা হল কিশোর চাকমা, প্রীতিময় চাকমা, শিবসিন্ধু জমাতিয়া, জিতেন্দ্র ত্রিপুরা ও বিশ্বজয় ত্রিপুরা৷ ঘটনায় খবর পেয়ে বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷
ফের যেকোন সময় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ গত দুদিন আগেও গণ্ডাছড়ায় সাংসদ রেবতী কুমার ত্রিপুরার বাড়িতে হামলা সংগঠিত করে আইপিএফটি সমর্থকরা৷ এছাড়া একাধিক স্থানে হামলা পাল্টা হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় থাকলেও শরিক জোটের মধ্যে নানা বিষয় নিয়ে মতভেদ চরম থেকে চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ আইপিএফটির শীর্ষ নেতৃবৃন্দ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও দলের মাঝারি ও নিচু স্তরের নেতা-কর্মীরা বিজেপির আস্ফালন মেনে নিতে নারাজ৷ বিশেষ করে জেলা পরিষদ এলাকায় আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে আইপিএফটি৷ পক্ষান্তরে বিজেপি কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে৷
এর ফলে আইপিএফটি অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিগত লোকসভা নির্বাচনে আইপিএফটি পৃথকভাবে লড়াই করে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে৷ এই সুযোগকেও কাজে লাগাতে চাইছে বড় শরিক বিজেপি৷ সে কারণে বিজেপির বিজয় মিছিল সহ্য করে নিতে পারছে না আইপিএফটি৷ এরই বহির্প্রকাশ ঘটেছে রইস্যাবাড়িতে৷

