শ্রীনগর, ১৭ জুন (হি.স.): সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা| অনন্তনাগ জেলার আচাবাল এলাকায় বিদূরা গ্রামে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন ৩ জন সৈনিক| তাঁদের মধ্যে একজন সেনা অফিসারও রয়েছেন| আহত সেনা জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| অনন্তনাগ অভিযান প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘গুলির লড়াই চলছে| এনকাউন্টার শেষ হলেই আরও তথ্য দেওয়া হবে সম্ভব হবে|’
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় আচাবাল এলাকার বিদূরা গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিদূরা গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| পাল্টা গুলি চালায় সুরক্ষা বাহিনীও| দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে আহত হয়েছেন সেনা অফিসার-সহ মোট ৩ জন সৈনিক| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| আহত সেনা অফিসারের নাম হল, রাহুল বর্মা| এর আগে এনকাউন্টারস্থলের কাছ থেকে দু’টি দেহ উদ্ধার করেছিল সেনাবাহিনী এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| দেহ গুলি সন্ত্রাসবাদীদের কি না, তা এখনও স্পষ্ট নয়|