পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোড়া রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : ভোট পরবর্তী অশান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে জোড়া রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একদিকে যেমন সম্প্রতি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের জেরে চারজনের মৃত্যু হয়েছে, তেমনই রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ফের স্বাস্থ্যে জটকে কেন্দ্র করে ভয়ংকর পরিস্থিতি হয়ে ওঠে রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা। এই দুই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে। এমতাবস্থায় রাজ্যের স্বাস্থ্যে জট ও আইনশৃঙ্খলা নিয়ে জোড়া রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে হবে নবান্নকে।

জানা গিয়েছে, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতি পালন করছেন এবং কেন সেই অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হলো না, তা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানান, ডাক্তারদের এই কর্মবিরতির যাতে সমাধান করা সম্ভব হয়, সে ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। পরের দিনই পাঠানো হলো এই অ্যাডভাইসারি।

এ ছাড়াও ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এই অ্যাডভাইসারিতে বলা হয়েছে, ২০১৬ সালে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ৫০৯টি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ১০৩৫টি। ২০১৯ সালে ইতিমধ্যেই ৭৭৩টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানানো হয়েছে, ২০১৬ সালে রাজনৈতিক সংঘর্ষের শিকার হয়েছিলেন ৩৬ জন। ২০১৮ সালে তা বেড়ে হয় ৯৬। ২০১৯ সালে ইতিমধ্যেই ২৬ জন নিহত হয়েছেন এই সব রাজনৈতিক সংঘর্ষে। কেন বারবার এই ধরণের ঘটনা ঘটছে, তার কারণ জানতে চেয়েই রিপোর্ট তলব করেছে অমিত শাহের মন্ত্রক। এর আগে সন্দেশখালিতে দুই বিজেপি কর্মী ও এক তৃণমূল কর্মী খুনের ঘটনার পরেও ৯ জুন রাজ্যকে অ্যাডভাইসারি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার উত্তরে রাজ্যের তরফে জানানো হয়, এই সংঘর্ষের ঘটনা বিক্ষিপ্ত।

স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ডাক্তারদের বিভিন্ন মহল থেকে চিঠি এসে পৌঁছেছে। সেজন্যই জরুরি ভিত্তিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্যকে পরামর্শ দিয়েছে কেন্দ্র। ২০১৬-১৯-এর মধ্যে রাজ্যে রাজনৈতিক হিংসা বেড়েছে বলে অভিযোগ জমা পড়েছে।  রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *