নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে৷ মূলত, বিজ্ঞান বিভাগে ভর্তির জন্যই এই অসন্তোষের সৃষ্টি৷ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের বক্তব্য, নম্বর কম থাকায় একই বিদ্যালয়ের ছাত্র হয়েও উমাকান্ত অ্যাকাডেমিতে ভর্তি হতে পারছেন না৷ কারণ, অন্য বিদ্যালয়ের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ রয়েছে৷ ওই আসনে তাদের ভর্তি করবে না বিদ্যালয় কর্তৃপক্ষ৷
আজ সকাল থেকেই উমাকান্ত অ্যাকাডেমিতে ছাত্র এবং অভিভাবকরা ভর্তির জন্য ভিড় করতে শুরু করেন৷ কিন্তু, নম্বরের ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ না পেয়ে তাদের একাংশের অসন্তোষ চরম আকার ধারণ করে৷ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ছাত্রের বক্তব্য, প্রথম শ্রেণি থেকে এই বিদ্যালয়েই পড়াশুনা করেছি৷ অথচ আমাদের পছন্দমতো বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না৷ আসন খালি থাকা সত্বেও অন্য বিদ্যালয়ের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে৷ ফলে, নম্বরের ভিত্তিতে বিজ্ঞান বিষয় নিয়ে এই বিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলছে৷
জনৈক অভিভাবকের কথায়, ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া ভিষণ সমস্যার৷ কারণ, ছোটবেলা থেকেই উমাকান্ত একাডেমিতে পড়াশুনা করেছে৷ ফলে, এই বিদ্যালয়ের সাথে আলাদা টান রয়েছে৷ তাছাড়া, অন্য বিদ্যালয়ের জন্য আসন বরাদ্দ রেখে একই বিদ্যালয়ের ছাত্রদের বঞ্চিত করা উচিত বলে মনে করছি না, বলেন তিনি৷ তিনি জানান, আজ অনেক অভিভাবকরাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ-বিষয়ে ভেবে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন৷ কারণ, অন্য বিদ্যালয়ের ছাত্রদের জন্য আসন বরাদ্দ রাখার চাইতে একই বিদ্যালয়ের ছাত্রদের প্রাধান্য দেওয়াই উচিত৷
এদিকে, বিদ্যালয়ের প্রধানশিক্ষক জানিয়েছেন, প্রতি বছর একই নিয়মে উমাকান্ত অ্যাকাডেমি-সহ ত্রিপুরার সমস্ত বিদ্যালয়ে ছাত্র ভর্তি হচ্ছে৷ ফলে, হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়৷ তবে, কলা ও বাণিজ্য বিভাগে এ-বছর একাদশ শ্রেণিতে আসন বৃদ্ধি করা হয়েছে৷ কিন্তু, বিজ্ঞান বিভাগে কোনও আসন বৃদ্ধি করা হয়নি৷ তিনি বলেন, নিয়ম অনুযায়ী অন্য বিদ্যালয়ের ছাত্রদের ভর্তির সুযোগ দিতেই হবে৷ সে-জন্যই কিছু আসন সংরক্ষিত রাখা হয়৷ তবে, ওই আসনে কোনও ছাত্র ভর্তি না হলে তখন তাঁদের বিষয়ে ভেবে দেখা যেতে পারে৷ কিন্তু, এই মুহূর্তে তাঁদের দাবি মেনে নেওয়া কোনওভাবেই সম্ভব নয়৷