নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ছয় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, অথচ আইনজীবী খুনের কোনও কিনারা হয়নি৷ তাই, ওই খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছে আইনজীবিদের সংগঠন ল’ইয়ার্স ফর ডেমেক্র্যাসি৷ বৃহস্পতিবার সংগঠনের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ জানান, দীর্ঘ ছয় মাস হয়ে গিয়েছে, রাজধানী আগরতলায় নিজের বাড়িতেই খুন হয়েছিলেন আইনজীবী প্রদীপ মোদক৷ অথচ, ওই খুনের ঘটনায় পুলিশ এখনও কোনও কিনারা করতে পারেনি৷তাই এই মামলা সিআইডি’কে হস্তান্তরের জন্য পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ নভেম্বর নিজের বাড়িতেই খুন হয়েছিলেন আইনজীবী প্রদীপ মোদক৷ ওই খুনের ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে মৃতের বড় বোন এবং ভগ্ণিপতিকে সন্দেহ করেছিল৷ কিন্তু, যত দিন গড়িয়েছে ততই তদন্ত ধীর গতি নিয়েছে৷ আপাতত ওই খুনের ঘটনায় তদন্ত হিমঘরে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সতীর্থ আইনজীবিদের৷
বৃহস্পতিবার আইনজীবিদের সংগঠন ল’ইয়ার্স ফর ডেমোক্র্যাসি-র পক্ষ থেকে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে৷ আইনজীবী প্রদীপ মোদক খুনের ঘটনায় পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে মামলাটি সিআইডিকে হস্তান্তরের দাবি জানানো হয়েছে৷
এ-বিষয়ে আনিজীবী ভাস্কর দেববর্মণ বলেন, খুনের ঘটনায় যত দিন যাবে প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা ততই প্রবল হয়ে ওঠে৷ এ-ক্ষেত্রে ছয় মাস ধরে পুলিশ আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের কোনও কিনারা করতে পারছে না৷ তাই পুলিশের তদন্তে আমরা আস্থা রাখতে পারছি না৷ তিনি বলেন, আমরা বিশ্বাস করি ওই মামলা সিআইডি-কে হস্তান্তর করা হলে আসল দোষী চিহিণত হবে এবং বিচার পাওয়া যাবে৷