BRAKING NEWS

কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে উপকৃত হয়েছে দেড় লক্ষাধিক কৃষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ত্রিপুরায় দেড় লক্ষাধিক কৃষক সুবিধা পেয়েছেন৷ আর এই প্রকল্প রূপায়নে দেশের মধ্যে পনেরতম স্থানে রয়েছে ত্রিপুরা৷ বৃহস্পতিবার সচিবালয়ে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যার মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তাঁর কথায়, জমি নেই এমন ১ লক্ষ ৭৬ হাজার কৃষকদেরও এই প্রকল্পের আওতাভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷


আজ তিনি জানান, কেন্দ্রীয় কৃষি নরেন্দ্র সিং তোমর আজ দেশের সমস্ত রাজ্যের কৃষি মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স করেছেন৷ ওই ভিডিও কনফারেন্সে কৃষক কল্যারে তিনটি প্রকল্পের খোঁজ খবর নিয়েছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কাছে ত্রিপুরায় প্রকল্প রূপায়নের স্থিতি তুলে ধরেছি৷
প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য, ত্রিপুরায় মোট ৪ লক্ষ ৭২ হাজার কৃষক রয়েছেন৷ তাঁদের মধ্যে ১ লক্ষ ৬৩ হাজার ৮৫০ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১ লক্ষ ৫১ হাজার ৯৫ জন কৃষক প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন৷ তিনি জানান, প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ ত্রিপুরায় কৃষকদের ৬০ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে৷ তাতে, প্রকল্প রূপায়নে দেশে পনেরতম স্থানে রয়েছে ত্রিপুরা৷ তিনি জানান, এই প্রকল্প রূপায়নে প্রথম স্থানে রয়েছে পঞ্জাব৷


প্রণজিৎ সিংহ রায় বলেন, আজ ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এই সমস্ত তথ্য দিয়েছি৷ সাথে জানিয়েছি, ত্রিপুরায় ১ লক্ষ ৭৬ হাজার কৃষকের কাছে নিজস্ব কোন জমি নেই৷ তাঁর অন্যের জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করেন৷ প্রকল্পের নিয়মের কারণে তাঁদের ওই সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই, তাঁদের এই প্রকল্পের আওতাভুক্ত করার বিষয়ে বিবেচনার জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি৷


এদিন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, ত্রিপুরায় সোসাইটির অন্তর্ভুক্ত কৃষক রয়েছেন৷ তাঁরাও ওই প্রকল্পের অন্তর্ভূক্ত নন৷ তবে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী গত ফেব্রুয়ারী মাসে তদানিন্তন কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কাছে ওই কৃষকদেরও প্রকল্পে অন্তর্ভূক্ত করার জন্য চিঠি দিয়েছেন৷ কিন্তু, এবিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ কেন্দ্রীয় মন্ত্রীকে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছি৷


এদিন তিনি আরো বলেন, ১ লক্ষ কৃষকের জমি ২ হেক্টরের বেশি ছিল৷ তাই, প্রথম দফায় তাঁদেরকে ওই প্রকল্পের অন্তর্ভু করা যায়নি৷ কিন্তু, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সকল কৃষকদের ওই প্রকল্পের অন্তর্ভূক্ত করা হবে৷ ফলে, এখন তাঁরাও ওই সুবিধা পাবেন৷ তিনি জানান, সমস্ত জেলা শাসক এবং পদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই ২ হেক্টরের অধিক জমির মালিক কৃষকদেরকে এই প্রকল্পে নথিভুক্ত করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *