BRAKING NEWS

পুলওয়ামায় প্রত্যাঘাত সুরক্ষা বাহিনীর, অবন্তীপোরায় এনকাউন্টারে খতম দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১৪ জুন (হি.স.): ফের প্রত্যঘাত ভারতীয় সুরক্ষা বাহিনীর| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় দু’জন লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অবন্তীপোরার ব্রাও বান্দিনা এলাকার ঘটনা| সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেযাস্ত্র ও গোলাবারুদ| নিহত দুই সন্ত্রাসবাদীর নাম হল, ইরফান আহমেদ এবং তাস্সাদুক শাহ|  

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার ব্রাও বান্দিনা এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে জানতে পেরে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ| খবর পাওয়া মাত্রই শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী| গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়| জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে ছিল| তবে, সংখ্যায় তারা কতজন তা এখনও স্পষ্ট নয়| গোটা এলাকা ঘিরে ফেলতেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা| পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| আরও কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কি না, তাও খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে অবন্তীপোরায় বিশেষ অভিযান চালানো হয়| শুক্রবার গুলির লড়াইয়ে দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে| নিহত জঙ্গিরা স্থানীয় এবং লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *